# এম.আর রুবেল :-
ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে।
১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলা চত্বরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৩ জন নিবন্ধিত প্রতিবন্ধী শিশুসহ বিভিন্ন বয়সের প্রতিবন্ধী নারী পুরুষকে হুইল চেয়ার, ওয়াকার, ট্রাই সাইকেল, স্ট্যান্ডিং ফ্রেম, শ্রবণ যন্ত্র ও সাদাছড়ি প্রদান করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এসব সহায়ক উপকরণ পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নিয়মিতভাবে বিভিন্ন সহায়ক উপকরণ ও ভাতা প্রদান করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ৪৩ জন নিবন্ধিত প্রতিবন্ধীকে হুইল চেয়ারসহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়েছে। তিনি বলেন, হুইল চেয়ারসহ অন্যান্য সহায়ক উপকরণ গুলো প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নতি সাধন করবে এবং এতে তারা মুলধারার সাথে সমন্বয় রেখে সামাজিক জীবন যাপন করতে পারবে।