• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, আহত চার কিশোরগঞ্জের ৩৮৪টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা দুই মণ্ডপেই ১৪ দুর্গা কুলিয়ারচরে ক্বওমী মাদরাসার মুহতামিমদের সাথে ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা ভৈরবে ড্রেন নির্মাণকাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজে দুইজন আহত, তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন কুলিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কটিয়াদীতে কবি নূরে মালেকের স্মরণ সভা ভৈরব সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ৩৮৪টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা দুই মণ্ডপেই ১৪ দুর্গা

নবদুর্গা মণ্ডপে পাশাপাশি স্থাপন করা হয়েছে ৯টি দুর্গা প্রতিমা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের ৩৮৪টি
মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা
দুই মণ্ডপেই ১৪ দুর্গা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এবার ৩৮৪টি সার্বজনীন ও পারিবারিক মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসবের। তবে জেলার অন্যতম আকর্ষণীয় দু’টি মণ্ডপ করা হয়েছে জেলা শহরের বত্রিশ এলাকায়। প্রতি মণ্ডপে একটি দুর্গা প্রতিমা থাকলেও বত্রিশ এলাকার পাশাপাশি দু’টি মণ্ডপেই স্থাপন করা হয়েছে ১৪টি দুর্গা প্রতিমা। এর একটিকে বলা হয় নবদুর্গা মণ্ডপ। আশির্বাদ সংঘের আয়োজনে এই মণ্ডপে স্থাপন করা হয়েছে পর পর ৯টি দুর্গা প্রতিমা। অপরটি হলো পঞ্চদুর্গা মণ্ডপ। মা দশভূজা সংঘের আয়োজনে এই মণ্ডপে পর পর পাঁচটি দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে। কয়েক বছর ধরেই এ দু’টি মণ্ডপে আড়ম্বরের সাথে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়ে থাকে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল মজুমদার। আর পূজার সময় এই দু’টি মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
মৃদুল মজুমদার জানিয়েছেন, এবার জেলার ৩৮৪টি মণ্ডপের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬১টি, হোসেনপুরে ১৪টি, পাকুন্দিয়ায় ১৪টি, কটিয়াদীতে ৪৩টি, করিমগঞ্জে ১৬টি, তাড়াইলে ১৭টি, অষ্টগ্রামে ৪২টি, মিঠামইনে ১৬টি, ইটনায় ২৯টি, নিকলীতে ১৪টি, বাজিতপুরে ৬০টি, কুলিয়ারচরে ৩৪টি এবং ভৈরবে ২৪টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। গত বছর জেলায় ৩৬৫টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছিল। এবার ১৯টি বেড়েছে। ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়েছে এবারের দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *