• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ভৈরবে ৫ খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড জেলা জামায়াত আমিরের গণসংযোগ অব্যাহত প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন করলেন পৌর প্রশাসক ফিসারি দখল ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন ছেলেদের রক্তের ওপর দাঁড়িয়ে পুরনো রাজনীতি করতে দিব না ……… হাসনাত কাইয়ুম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন পাকুন্দিয়ার রাসেল ভৈরবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ভৈরবে নাশকতা চেষ্টার অভিযোগে একজন আটক, থানায় সোপর্দ ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব দিয়ে যান চলাচল বন্ধ, চলেছে ব্যক্তিগত গাড়ি ও রিকশা

কিশোরগঞ্জের ৩৮৪টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা দুই মণ্ডপেই ১৪ দুর্গা

নবদুর্গা মণ্ডপে পাশাপাশি স্থাপন করা হয়েছে ৯টি দুর্গা প্রতিমা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের ৩৮৪টি
মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা
দুই মণ্ডপেই ১৪ দুর্গা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এবার ৩৮৪টি সার্বজনীন ও পারিবারিক মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসবের। তবে জেলার অন্যতম আকর্ষণীয় দু’টি মণ্ডপ করা হয়েছে জেলা শহরের বত্রিশ এলাকায়। প্রতি মণ্ডপে একটি দুর্গা প্রতিমা থাকলেও বত্রিশ এলাকার পাশাপাশি দু’টি মণ্ডপেই স্থাপন করা হয়েছে ১৪টি দুর্গা প্রতিমা। এর একটিকে বলা হয় নবদুর্গা মণ্ডপ। আশির্বাদ সংঘের আয়োজনে এই মণ্ডপে স্থাপন করা হয়েছে পর পর ৯টি দুর্গা প্রতিমা। অপরটি হলো পঞ্চদুর্গা মণ্ডপ। মা দশভূজা সংঘের আয়োজনে এই মণ্ডপে পর পর পাঁচটি দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে। কয়েক বছর ধরেই এ দু’টি মণ্ডপে আড়ম্বরের সাথে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়ে থাকে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল মজুমদার। আর পূজার সময় এই দু’টি মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
মৃদুল মজুমদার জানিয়েছেন, এবার জেলার ৩৮৪টি মণ্ডপের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬১টি, হোসেনপুরে ১৪টি, পাকুন্দিয়ায় ১৪টি, কটিয়াদীতে ৪৩টি, করিমগঞ্জে ১৬টি, তাড়াইলে ১৭টি, অষ্টগ্রামে ৪২টি, মিঠামইনে ১৬টি, ইটনায় ২৯টি, নিকলীতে ১৪টি, বাজিতপুরে ৬০টি, কুলিয়ারচরে ৩৪টি এবং ভৈরবে ২৪টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। গত বছর জেলায় ৩৬৫টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছিল। এবার ১৯টি বেড়েছে। ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়েছে এবারের দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *