• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, আহত চার কিশোরগঞ্জের ৩৮৪টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা দুই মণ্ডপেই ১৪ দুর্গা কুলিয়ারচরে ক্বওমী মাদরাসার মুহতামিমদের সাথে ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা ভৈরবে ড্রেন নির্মাণকাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজে দুইজন আহত, তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ

এনসিপির অপকর্মের দায়
এড়াতে ঐক্যের বিরুদ্ধে
গণঅধিকার পরিষদ

# মোস্তফা কামাল :-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার একটি খবর চাউর হয়েছিল সম্প্রতি। কিন্তু গত এক বছরে এনসিপির চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট ও ক্ষমতা ব্যবহারের দায় এড়াতে গণঅধিকার পরিষদ এখন ঐক্যের বিরুদ্ধে কথা বলছে। তারা মনে করছে, এনসিপির ওপর মানুষের যে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল, সেটি আর নেই। বরং তাদের ওপর মানুষ লীগের মতই ক্ষুব্ধ। এনসিপির অনেকেই আগে গণঅধিকার পরিষদের কর্মী ছিলেন। তাঁরা পর্যায়ক্রমে গণঅধিকার পরিষদে ফিরে আসবেন বলেও আশা করা হচ্ছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কিশোরগঞ্জ-১ আসনের ঘোষিত প্রার্থী আবু হানিফ সোমবার রাত ১১টার দিকে তাঁর ফেসবুকে এমন কথাবার্তাই লিখেছেন।
আবু হানিফ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এনসিপি ১ বছরে যে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট ও ক্ষমতার ব্যবহার করেছে, আমরা একীভূত হলে তার দায় আমাদের নিতে হবে। একীভূত হওয়ার ক্ষেত্রে শুরুতে আন্তরিক থাকলেও পরবর্তী সময়ে মনে হয়েছে, এনসিপি গত ১ বছরে সরকারের পৃষ্ঠপোষকতায় যেসব অপকর্ম করেছে, তার দায় কেন গণঅধিকার পরিষদ নিবে। তাছাড়া গণঅভুত্থানের পর এনসিপির প্রতি মানুষের যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল, এখন আর সেটি নেই। বরং তাদের কর্মকাণ্ডে মানুষ তাদের ওপর লীগের মতোই ক্ষুব্ধ। যার নমুনা দেখা গেছে ডাকসু, জাকসু নির্বাচনে। বিপরীত দিকে গণঅধিকার পরিষদের প্রতি মানুষের যে ইতিবাচক ধারণা, তা দিন দিন বাড়ছে। গণঅভ্যুত্থানের ১ বছরেও গণঅধিকার পরিষদের কোন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নাই। এনসিপির অনেকেই গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী ছিলেন। আশা করি তারাসহ এনসিপির অনেকেই পর্যায়ক্রমে গণঅধিকার পরিষদে যোগ দিবে। ইতোমধ্যে তার নমুনা দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে।
এ ব্যাপারে মোবাইল ফোনে কথা বললে আবু হানিফ এ প্রতিবেদককে জানান, তাঁর বক্তব্য গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিরই বক্তব্য। কেন্দ্রীয় কমিটির মূল্যায়ন এটাই। তিনি জানান, ঐক্যের বিষয়ে এনসিপির সাথে গণঅধিকার পরিষদের কয়েকটি বৈঠকও হয়েছিল। কিন্তু এখন ঐক্যের বিষয়ে গণঅধিকার পরিষদের মনোভাব নেতিবাচক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *