• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ড্রেন নির্মাণকাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজে দুইজন আহত, তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন কুলিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কটিয়াদীতে কবি নূরে মালেকের স্মরণ সভা ভৈরব সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষ এক কিশোর নিহতের ঘটনায় মামলা প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার ভৈরবে চটের বস্তা বোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জের সরযূ বালা বালিকা উচ্চ বিদ্যালয় জুলাই সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের বিক্ষোভ

ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

# এম.আর রুবেল :-
ভৈরবের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। ২৯ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে নবপত্রিকা (সপ্তমী) পূজা উদযাপন উপলক্ষে শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পূজামণ্ডপ, হরিজন পল্লী পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন কুমার পাল, ভৈরব বাজারস্থ গোপাল জিউর মন্দিরের সভাপতি শ্রী দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী স্বপন দেবনাথসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পূজামণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখেন।
পরে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ তৎপরতা অবলম্বন করছে। প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ভিজেল্যান্স টিমসহ পূজার নিরাপত্তায় র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ভৈরবসহ পুরো জেলায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে মণ্ডপ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এমন তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক ভূমিকার কারণে ভৈরবে পূজার উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *