# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা বহু গ্রন্থের লেখক কবি নূরে মালেক এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কটিয়াদী সাহিত্য সংসদের অস্থায়ী কার্যালয় পৌর সদরের রিয়াজ ভবনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে ও কবি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, প্রয়াত কবি নূরে মালেক এর বড় ভাই কমরেড আবদুর রহমান রুমী, কবি হারুন অর রশিদ, রাজনীতিবিদ সেলিম উদ্দিন, কবি মঈনুদ্দিন বুলু, সাহিত্য সংসদের নেতা মো. রফিকুল হায়দার টিটু, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, কবি জহিরুল ইসলাম মিলন, কবি মেসবাহ উদ্দিন রোমান, কবি ছাদেকুল ইসলাম, কবি জিসান আজাদ, কবি গোলাপ আমিন, কবি আব্দুল কাদিরসহ আরো অনেকে বক্তব্য রাখেন। তার আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও পরে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকা মতিঝিল এলাকার হীরাঝিল হোটেল ৫ম তলায় এক রহস্যজনক দূর্ঘটনায় কবি নূরে মালেক এর মৃত্যু হয়। তিনি কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি গ্রামের মৃত আবদুল মালেকের কনিষ্ঠ ছেলে। ২০০২ সালে তিনি কবি সাহিত্যিকদের সংগঠন কটিয়াদী সাহিত্য সংসদ প্রতিষ্ঠা করেন।