• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে আওয়ামী লীগ ছাত্র লীগের দুই শীর্ষ নেতাসহ আটক ৪ কিশোরগঞ্জে রুশ বিপ্লব ও বাসদের (মার্ক্সসবাদী) প্রতিষ্ঠাবার্ষিকী স্ত্রী ও এক শিশুপুত্র রেখে মালদ্বীপে নৌদুর্ঘটনায় মারা গেলেন আলমগীর নিকলীতে পপির উদ্যোগে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালিত ভৈরবে এনসিপির কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ভৈরবে বিক্ষোভ হাওরের ট্রলারে রহস্যজনক আগুন মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ভৈরবে ৫ খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড জেলা জামায়াত আমিরের গণসংযোগ অব্যাহত প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন করলেন পৌর প্রশাসক

মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ভৈরবে ৫ খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ প্রতিষ্ঠানকে মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল তৈরিসহ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৭ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ ১৪ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা ও পৌর হরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও জেলা পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবের বিভিন্ন বেকারি, রেস্টুরেন্ট ও বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। শনিবার দুপুরে পৌরশহরের ডালপট্টি এলাকার মা কমলা ভান্ডারকে মথ ডালে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রিত করে মুগ ডাল হিসেবে বিক্রির অপরাধে ১ লক্ষ টাকা, বটতলা রোড এলাকায় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে ২ লক্ষ টাকা, গোপাল মিষ্টান্ন ভান্ডারকে মিষ্টিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ঢাকা সিলেট মহাসড়ক জগন্নাথপুর এলাকায় জান্নাত হোটেল এন্ড রিসোর্টকে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং দইয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেয়ার অপরাধে ১ লক্ষ ১০ হাজার টাকা, উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত জিলানী ফ্লাওয়ার মিলস এন্ড ফুড প্রোডাক্টসকে মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেয়ার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ভৈরবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হচ্ছে। তিনি আরো বলেন, ভেজাল খাদ্যে মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্য উপাদান ও ক্যান্সারের উপদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যাচ্ছে। নিরাপদ খাদ্য আইনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ ভৈরবে অভিযান পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *