# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আলমগীর নামে এক যুবক নৌদুর্ঘটনায় ১১ নভেম্বর মঙ্গলবার রাতে মারা গেছেন মালদ্বীপে। আলমগীর হোসেনপুরের পুমদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নান্দানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলাম থাকেন সৌদি আরবে। তাঁর কোন মেয়ে নেই, দু’টি ছেলে। বড় ছেলে আলমগীর বিয়ে করেছিলেন হোসেনপুর পৌর এলাকার দ্বীপেশ্বর গ্রামে। বাড়িতে তাঁর স্ত্রী সানজিদা আর একমাত্র শিশুপুত্র (৩) তাওহিদ রয়েছে।
আলমগীরের চাচা শাহীন মিয়া জানিয়েছেন, আলমগীরের পাসপোর্টে মায়ের মেবাইল ফোন নম্বর দেওয়া ছিল। নৌদুর্ঘনায় হাসপাতালে ভর্তি করার পর প্রথমে মঙ্গলবার দিনের বেলায় হাসপাতাল থেকে মায়ের মোবাইল নম্বরে খবরটি জানানো হয়েছিল। এরপর রাত ২টার দিকে মৃত্যুর খবর জানানো হয়। আলমগীরের প্রকৃত বয়স ২৪ বছর। তবে পাসপোর্টে দিয়েছিলেন ৩০ বছর।
শাহীন মিয়া জানান, বাবার সাথে বনিবনা ছিল না বলে বাবা আলমগীরকে কোন সহযোগিতা করতেন না। আলমগীর এলাকায় মাটিকাটা, রাজমিস্ত্রীর কাজসহ বিভিন্ন দিনমজুরির কাজ করতেন। খুব কষ্টে কাটছিল তাঁর জীবন আর সংসার। ঘরে তাঁর স্ত্রী সানজিদা আর তিন বছরের শিশুপুত্র তাওহিদকে রেখে ঋণ করে গত ৯ নভেম্বর ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন মালদ্বীপে। কিন্তু ১১ নভেম্বর মর্মান্তিক নৌদুর্ঘটনায় তিনি মারা গেলেন।
শাহীন মিয়া জানান, আলমগীরের বাবা বর্তমানে সৌদি আরবেই আছেন। বাড়িতে এখন কেবলই কান্নার রোল। মা আর স্ত্রীসহ সবাই কান্নাকাটি করছেন। শান্তনা দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘সময় থাকতে ছেলের খোঁজ নেয়নি। এখন কান্নাকাটি করে কী আর হবে, ছেলেকে তো আর ফিরে পাবে না। আলমগীরের স্ত্রী-সন্তান পড়ে গেল একটা মহা বিপদে’, বললেন আলমগীরের চাচা শাহীন মিয়া। এখন তারা আলমগীরের লাশ বাড়ি আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছেন।