# নিজস্ব প্রতিবেদক :-
আওয়ামী লীগ ও ছাত্র লীগের দুই শীর্ষ নেতাসহ চারজনকে পুলিশ আটক করেছে। এরা হলেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও করিমগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর সিরাজীসহ খায়রুল ও শাহজাহান নামে আরও দুই যুবক। ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ বাজারের মোরগমহাল থেকে এ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের সাথে আরাফাত নামে মধ্যপ্রাচ্য প্রবাসী এক যুবককেও থানায় নিয়ে যাওয়া হয়েছে।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কারকোন জানিয়েছেন, আকটকৃত চারজন এক সঙ্গে বসে শলাপরামর্শ করছিলেন। তাদের সাথে দেখা করতে এসেছিলেন মধ্যপ্রাচ্য প্রবাসী আরাফাত। তিনি গতকাল সকালেই বাড়ি ফিরেছেন। তবে তাকে আটকের বাইরে রাখা হয়েছ বলে পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন। অন্য চারজনের ব্যাপারে যাচাই বাছাই করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।