# নিজস্ব প্রতিবেদক :-
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের প্রতি সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ১৪ নভেম্বর ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট একশন’ পালন করা হয়। দিবসটি পরিবেশ সংরক্ষণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকার ও কমিউনিটি স্তরে কর্মপরিকল্পনা গঠন ও বাস্তবায়নকে উৎসাহিত করে।
দিবসটির প্রেক্ষাপটে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক ‘জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী’ নিকলীর তিনটি ভিন্ন স্থানে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানে সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তা রয়েছে। অনুষ্ঠানে তিন শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। কার্যক্রমের মধ্যে ছিল নদীপাড়ে মানববন্ধন, নদীর জন্য শপথ গ্রহণ ও নদী তীরে পরিচ্ছন্নতা অভিযান। অংশগ্রহণকারীরা নদী ও হাওরের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার করেন।
এ বছরের প্রতিপাদ্য ‘জাস্ট ট্রানজিশন মিনস জাস্টিস বেজড ট্রানজিশন’ অনুযায়ী উদ্যোক্তারা জানান, নদী ও জলাশয় সংরক্ষণ জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য অপরিহার্য। অনুষ্ঠানের মাধ্যমে যুবক ও নারীর সক্রিয় অংশগ্রহণ স্থানীয় কমিউনিটিতে নেতৃত্ব ও পরিবেশ সচেতনতার উদাহরণ স্থাপন করছে।