# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ১০৮তম রুশ বিপ্লব ও বাসদের (মার্ক্সবাদী) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দলে জেলা সমন্বয়ক আলাল মিয়ার সভাপতিত্বে ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর এলাকায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের ময়মনসিংহ জেলা কমিটির সদস্য অজিত দাস, কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য জমির বেপারি, এবায়দুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, আজকের বিশ্ব বাস্তবতায় সকল শান্তিকামী ও মুক্তিকামী মানুষ অনুধাবন করতে পারছেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর মহামতি লেনিনের নেতৃত্বে সাধিত রুশ বিপ্লব বিশ্বশান্তি ও শ্রমজীবী মানুষের মুক্তির দিশারী হিসেবে আবির্ভূত হয়েছিল। রুশ বিপ্লবের পর বিশ্বের দেশে দেশে বিপ্লবী আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে লেনিন পরবর্তী সময়ে যোশেফ স্ট্যালিনের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের পতনের পর দেশে দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল। তখন বিশ্বের পরাশক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিগুলির আধিপত্যবাদের পথে একটি শক্তিশালী দেওয়াল তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব। বিশ্বব্যাপী শান্তির সপক্ষে একটি ভারসাম্য তৈরি হয়েছিল। কিন্তু নব্বইয়ের দশকে সমাজতান্ত্রিক ব্যবস্থার ওপর চরম আঘাত নেমে আসার পর থেকে সেই ভারসাম্য ভেঙে পড়েছে। আজ আবার বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তিগুলির ঔদ্ধত্য এবং আধিপত্য কায়েম হয়েছে। বিশ্বশান্তি হারিয়ে গেছে। দুর্বল রাষ্ট্রগুলি এখন সাম্রাজ্যবাদীদের খেলার মাঠে পরিণত হয়েছে, হাতের পুতুলে পরিণত হয়েছে।
মার্ক্সবাদ-লেনিনবাদকে মুক্তির দর্শন হিসেবে হাতিয়ার করে শোষণহীন সমাজব্যবস্থা কায়েমের লক্ষে ১৯৮০ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করেছিল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাক্সবাদী)। জন্মলগ্ন থেকেই দলটি দেশের শ্রমজীবী শোষিত মানুষের মুক্তি, একমুখি সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থাসহ বিজ্ঞানভিত্তিক প্রগতিশীল চিন্তা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দলটির মূল ভিত্তি দেশের শ্রমিক-কৃষকসহ সাধারণ খেটে খাওয়া মানুষসহ প্রগতিশীল চিন্তা ও শুভ বুদ্ধির মানুষজন। সেই সাথে সকল সময় অন্যায়ের প্রতিবাদকারী দেশের আপামর ছাত্র সমাজ। প্রতিটি আন্দোলন সংগ্রামে এসব মানুষদের অংশগ্রহণ ও সহযোগিতায় দলের অগ্রযাত্রা অব্যাহত আছে। দলটি তার চলার পথে মানুষের আস্থা, ভালবাসা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হচ্ছে। আগামী দিনে এই দলের পতাকাতলে মুক্তিকামী প্রগতিমনা মানুষদের সমবেত করে সফল আন্দোলন গড়ে তোলা হবে। সমাজ বিজ্ঞানের অমোঘ নিয়মেই আজকের সমস্ত রকম বাধা দূর হয়ে একদিন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে বলে বক্তাগণ দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করেন।