# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ও সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুয়ত সম্মেলনের সফল করতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর শুক্রবার বাদ জুমা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
ইমাম উলামা পরিষদের আয়োজনে মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদ ভৈরবের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, শাহী মসজিদের খতিব মুফতি উমর ফারুক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মাসউদুল হাসান, ডা. মাওলানা আনাস মাহমুদ, মুফতি নাজমুল ইসলাম, মাওলানা কবির হুসাইন, মুফতি সাঈদ শাহ, মুফতি আরিফুর রহমান, হাফেজ আবদুল আজিজ, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
মিছিলটি দুর্জয় মোড় নুরানী মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহিদ মিনারে গিয়ে আলোচনা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় বক্তারা বলেন, এ দেশের মাটিতে কাদিয়ানীদের কোন জায়গা হবে না। কাদিয়ানীদের দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তা না হলে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
জানা যায়, ১৫ নভেম্বর শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, মিশরসহ আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ বক্তব্য রাখেন।