# এম.আর রুবেল :-
ভৈরবে প্রবাসীর বসতবাড়ির কেচিগেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণ, ১ ভরি রুপাসহ নগদ ১ লক্ষ টাকা, ব্যাংকে রাখা ৩৭ লক্ষ টাকার এফডিআর চেক বই ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা।
৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাদেকপুর গ্রামের দক্ষিণ পূর্বপাড়ার চৌধুরী বাড়ির ক্রোয়েশিয়া প্রবাসী মাসুম মিয়ার
বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ক্রোয়েশিয়া প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী তামান্না বেগম বলেন, বৃহস্পতিবার তিনি তাঁর বাবার বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার সময় আলমারি, ঘর ও বাড়ির মেইন কেচিগেইট তালা দিয়ে যান। বাড়িতে লোক না থাকায় একটি চোর চক্র রাতের বেলায় কেচিগেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং স্টিলের আলমারির তালা ভেঙ্গে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা, ১ ভরি রুপা, ব্যাংকের সঞ্চয়পত্র, ৩৭ লক্ষ টাকার এফডিআর ও চেক বইসহ দামি কাপড় ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, উপজেলার সাদেকপুরে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সেটা আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।