# এম.আর রুবেল :-
কাজের ভিসার মাধ্যমে বৈধভাবে সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে সবুর খান নামে এক যুবকের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।
এই ঘটনায় ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত দালাল আলম মিয়া (৩৬) ও মোহাম্মদ হোসেনের (৩৫) বিরুদ্ধে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবক সবুর খান।
অভিযোগে বলা হয়, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বীর কাসিমনগর গ্রামের কসাইবাড়ির মো. সবুর খানকে (২২) সৌদি আরবে ভালো চাকুরির কথা বলে প্রলুব্ধ করেন মোহাম্মদ হোসেন নামে ভুক্তভোগীর একজন আত্মীয়। পরে মোহাম্মদ হোসেন নরসিংদী জেলার আলম মিয়াকে সঙ্গে নিয়ে যোগাযোগ করেন ভুক্তভোগী যুবক ও তাঁর পরিবারের সঙ্গে। তখন তারা আশ্বাস দেন সৌদি আরবে গিয়ে মসজিদ ও বাড়ি পরিস্কারের কাজের ভিসায় মাসিক বেতন হবে ১ হাজার রিয়াল। দালালদের কথায় রাজি হয়ে সাড়ে ৫ লক্ষ টাকার মৌখিক চুক্তি মতে প্রথমে পাসপোর্ট ও ৪ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে বাকী ১ লক্ষ টাকাও পরিশোধ করেন। সম্পূর্ণ টাকা পরিশোধের পর ভুক্তভোগীকে দেয়া হয় ভিসার কাগজপত্র। ওই কাগজপত্রে বেতন উল্লেখ ছিলো ৬০০ রিয়াল। তাছাড়া গত ২৯ অক্টোবর ফ্লাইট কনফার্ম করার কথা বললেও বিমানের টিকিটই কাটেননি। বরং আরও অতিরিক্ত টাকা দাবি করছেন। ভুক্তভোগী যুবক সবুর খান বলেন, তিনি তাঁর আত্মীয়ের কথায় সৌদি আরবে যাওয়ার জন্য সরল বিশ্বাসে প্রথমে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং পরে বিভিন্ন খরচ বাবদ আরও ১ লক্ষ টাকা দালালকে প্রদান করেন। কিন্তু কিছুদিন পর তারা যে ভিসা দেয়, তাতে বেতন উল্লেখ ছিল মাত্র ৬০০ রিয়েল। ভিসা জাল কিনা সেটাও নিশ্চিত হতে পারেননি তিনি। ২৯ অক্টোবর ফ্লাইট কনফার্ম করার কথা বললেও বিমান টিকিট দেননি তার হাতে। বরং অভিযুক্ত আলম মিয়া আরও অতিরিক্ত টাকা দাবি করছেন। এখন দালাল আলম মিয়ার মুঠোফোনও বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছিনা।
সর্বশেষ ২৮ অক্টোবর মোতাহের হোসেন নামে এক ব্যক্তি এই নাম্বার থেকে ০১৭৫৯-৫৫৫৭১৫ ফোন করে বলেন, ৬০০ রিয়েল বেতনের ওই ভিসায় যেতে হলে আরও ১ লক্ষ ৯০ হাজার টাকা দিতে হবে।
ভুক্তভোগী যুবক আরও বলেন, আমার পরিবার বিভিন্ন জায়গা থেকে ঋণ করে দালালকে টাকা দিয়েছিলো। দালালের প্রতারণায় এখন আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত দালাল আলম মিয়া ও মোহাম্মদ হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সবুর খান নামে একজন যুবক লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।