• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

জালিয়াতি করে খেল ধরা বন্ধের দিনে দুই দলিল বাতিল হয়ে গেল খারিজ

জালিয়াতি করে খেল ধরা
বন্ধের দিনে দুই দলিল
বাতিল হয়ে গেল খারিজ

# নিজস্ব প্রতিবেদক :-
বাবা মারা যাবার পর পেছনের তারিখ দিয়ে বাবাকে দাতা সাজিয়ে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তি সম্প্রতি এক দশমিক ৯৪৭৭ একর আয়তনের ৮টি জমির দু’টি জাল দলিল তৈরি করেছেন। বঞ্চিত করেছেন আরও দুই ভাই ও তিন বোনকে। কিন্তু ১০ বছর আর ৬ বছর পেছনের তারিখে দলিল করতে গিয়ে তিনি বুঝতেই পারেননি যে, সাপ্তাহিক ছুটির দিনের তারিখ দিয়ে দলিল রেজিস্ট্রি দেখিয়েছেন। দু’টি দলিল সহকারী কশিনার (ভূমি) অফিস থেকে আজিজুল খারিজও করে ফেলেছিলেন। এ কাজে দলিল লেখক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরহাজীপুর গ্রামে।
তবে আজিজুলের এক ভাই এমদাদুল হক সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদন করলে তদন্তে দলিল দু’টি ভুয়া প্রমাণিত হয়েছে। খারিজও বাতিল করা হয়েছে। সেই সাথে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে আজিজুলের বিরদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য।
আবেদনকারী এমদাদুল হক জানান, তাঁর বাবা হাফিজ উদ্দিন মারা গেছেন গত বছর ২৯ আগস্ট। বাবা মারা যাবার পর এমদাদুলের ছোটভাই আজিজুল ২০১৪ সালের ১২ জুলাই বাবাকে দাতা সাজিয়ে একটি দলিল হোসেনপুরে রেজিস্ট্রি দেখান (দলিল নম্বর ২৮৫৩)। অথচ এদিন ছিল শনিবার। আবার ২০১৯ সালের ১২ জুলাই বাবাকে দাতা সাজিয়ে হোসেনপুরে অপর একটি জমির রেজিস্ট্রি দেখান (দলিল নম্বর ২৭৫৩)। এদিন ছিল শুক্রবার। দলিল লেখক হিসেবে নাম লেখা রয়েছে মোশারফ হোসেনের। জিনারি ইউনিয়ন ভূমি অফিসে দু’টি দলিল জমা দিয়ে আজিজুল খারিজের আবেদন করলে তার নামে খারিজও হয়ে যায়। আর জমিগুলো আজিজুল দখল নিয়েছেন বাবা মারা যাবার পর।
এ ব্যাপারে আজিজুলের বড়ভাই এমদাদুল হক সহকারী কমিশনার (ভূমি) অফিসে আজিজুলের খারিজ বাতিলের জন্য লিখিত আবেদন করলে শুরু হয় তদন্ত। জেলা রেজিস্ট্রার অফিস এবং হোসেনপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে তথ্য চাইলে সহকারী কমিশনার (ভূমি) অফিসকে জানানো হয়, ওই তারিখে ওই নামে কোন দলিলই হয়নি। এরপর সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালামকে চিঠি দিয়ে জানান, দলিল দু’টি বানোয়াট। এ ব্যাপারে তিনি মতামত প্রদান করার জন্য নির্দেশ দেন। অবশেষে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান তাঁর ২০ আগস্টের স্বাক্ষরে খারিজটি বাতিল করে দেন।
দলিলের বিষয়ে কথা বলার জন্য আজিজুলকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। আর দলিল লেখক মোশারফ হোসেনকে জাল দলিলের বিষয়ে প্রশ্ন করলে জানান, তিনি এসব দলিল লেখেননি। দলিলের লেখাও তাঁর হাতের নয়। তিনি বিষয়টি জানার পর গত ২০ আগস্ট আজিজুলকে প্রশ্ন করেছেন। তখন আজিজুল জানিয়েছেন, দলিল দু’টি তিনি পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁওয়ের এক ব্যক্তিকে দিয়ে লিখিয়েছেন। তিনিই দলিল লেখক হিসেবে মোশারফ হোসেনের নাম লিখেছেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালামকে ভুয়া দলিল দিয়ে জমি খারিজের বিষয়ে প্রশ্ন করলে জানান, তিনিই তদন্ত করে ভুয়া দলিলের প্রমাণ বের করেছেন। তবে খারিজের ব্যাপারে তিনি কিছুই জানেন না। খারিজটি তাঁর আগের কোন এক কর্মকর্তা করেছেন। তবে কে সেটি করেছেন, তার নামটি তিনি জানেন না বলে জানান। সহকারী কমিশনারের নিদের্শনা মোতাবেক মামলা করার বিষয়টি নিয়ে চিন্তা করছেন বলেও আবুল কালাম জানিয়েছেন।
এমদাদুল হক জানান, খারিজ বাতিল হলেও এখনও আজিজুল গায়ের জোরে জমিগুলো দখল করে রেখেছেন। আজিজুল একজন মাদক ব্যবসায়ী। তার বেশ কিছু সাঙ্গপাঙ্গ আছে। সেই কারণে এমদাদুল হক ও তার আরেক ভাই আসাদুল হকসহ বোনেরা ভয়ে জমিতে যেতে পারছেন না বলে জানিয়েছেন। আর এ কারণে এমদাদুল হক ২৫ আগস্ট সোমবার হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়রিও (ডায়রি নম্বর ১০৭৪) করেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *