# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ২৫ জুন বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ২৪ জুন মঙ্গলবার রাতে পৌর শহরের আমলা পাড়া এলাকায় রতন মিয়ার চায়ের দোকানের পিছনে একটি রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি। গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলো, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার দানিছ ব্যাপারির বাড়ির তারেক মিয়ার ছেলে নাঈম মিয়া (২৪), নিউ টাউন এলাকার বাচ্চু মিয়ার ছেলে সেলিম মিয়া (৪০), একই এলাকার মাজু মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২৮), উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের নাসির মিয়ার ছেলে শাওন (২৫), ময়মনসিংহের গৌরীপুর সোনাহাটি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে আমিরুল ইসলাম (২৭) ও ভোলা জেলার দৌলতখান চড়পাতা ইউনিয়নের নলগড়া মোল্লা বাড়ির মফিজ মোল্লার ছেলে মো. আহাদ (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন মঙ্গলবার রাতে পৌর শহরের নিউ টাউন এলাকায় রতন মিয়ার চায়ের দোকানের পিছনে একটি টিন সেট ঘরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে পাওয়া যায়। এসময় চা দোকান মালিক রতন মিয়াসহ সবাই পালিয়ে যেতে চেষ্টা করে। রতন মিয়া কৌশলে পালিয়ে গেলেও ৬ জন জুয়ারিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। রতন মিয়া ওই এলাকার হারু মিয়ার ছেলে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, জুয়ারি ৬ জন টাকার বিনিময়ে জুয়া খেলেছিল। জুয়া খেলা অবস্থায় ১২ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। জুয়া আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।