• সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন কিশোরগঞ্জের করিমগঞ্জে ২ দিনের বাছুর দিচ্ছে দুধ সরকারের সংস্কার প্রস্তাবের ৯৫ ভাগ বিএনপি আরও আড়াই বছর আগে দিয়েছে ……… তারেক রহমান 21 SEPTEMBER’ 2025. ০৬ আশ্বিন ১৪৩২ দৈনিক পূর্বকণ্ঠ, সম্পাদক সোহেল সাশ্রু, ভৈরব, কিশোরগঞ্জ The Daily Purbokontho, Bhairab, Kishoreganj (পুরো পত্রিকা) বাজিতপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উত্তরাধিকার ফাউন্ডেশন ভৈরবে দুই গ্রুপের দ্বন্দ্বে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সংঘর্ষ, আহত ১০ কটিয়াদীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার হুক্কা খাওয়া প্রথা

পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি বাড়িতে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২২ লক্ষ টাকার মালপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ২৪ জুন মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ড স্টোর সংলগ্ন এলাকার একটি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০)। তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, দিবাগত রাত সোয়া ২টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটিতে প্রবেশ করে। প্রথমে একে একে প্রতিটি ইউনিটের প্রধান দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বন্দি করে ফেলে। এরপর প্রতিটি ঘরে ঢুকে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সেই সঙ্গে আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলে।
বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় বিকাশ ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, রাত ২টার পর ৪-৫ জন অস্ত্রধারী আমার ঘরে ঢুকে আমাকে জিম্মি করে। দোকানের বিকাশ ক্যাশ ব্যাগ থেকে ৩ লক্ষ ৫৪ হাজার টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে যায়। আমার দীর্ঘদিনের সঞ্চয়, এমনকি বাড়ি কেনার দলিলপত্রও নিয়ে গেছে ডাকাতরা।
আরেক ভাড়াটিয়া জানান, দ্বিতীয় দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের জিম্মি করে আমার স্ত্রীর সব স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে।
পাকুন্দিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আমির উদ্দিন বলেন, বাড়িতে তিনজন ভাড়াটিয়া থাকেন। ডাকাতরা সবার মালপত্র লুট করে গেট দিয়ে বেরিয়ে কাভার্ডভ্যানে করে পালিয়ে যায়।
বাড়ির মালিক গুরুতর আহত ইছাম উদ্দিন বলেন, ১০-১২ জনের একটি দল অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ডাকাতি করে। তারা শুধু আমার কাছ থেকে ৪ লক্ষ টাকা নিয়েছে। সব মিলিয়ে প্রায় ২০-২২ লক্ষ টাকার মালপত্র লুট হয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
বাড়ির মালিকের ছেলে জহিরুল ইসলাম ভাবন বলেন, আমি ঢাকায় ব্যবসায়িক কাজে আছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ হবে ভাবতেও পারিনি। ডাকাতরা বাড়ির সবকিছু লুট করে নিয়েছে। আমি ফিরেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *