• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

ভৈরবে বিদেশি পিস্তলসহ যুবক আটক

# জয়নাল আবেদীন রিটন :-
কিশোরগঞ্জের ভৈরবে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২৩ জুন সোমবার রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। আকটকৃত যুবক জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের মো. আব্দুল আজিজ মিয়ার ছেলে শামীম মিয়া (২১)। এ তথ্য নিশ্চিত করেছেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ভৈরব বাজার চৌকির অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সম্প্রতি সারাদেশে রেলওয়ে স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, অতিরিক্ত সদস্য নিয়োগ এবং র‌্যান্ডম তল্লাশি চালানো হচ্ছে নিয়মিতভাবে। এরই ধারাবাহিকতায় সোমবার ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক শামীম মিয়া একজন ডালাই শ্রমিক। রাত সাড়ে আটটায় রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মে শামীম মিয়াকে দাঁড়ানো থাকতে দেখে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হয়। পরে তাকে আটক করে থানায় আনা হয়। থানায় এনে তাকে তল্লাশি করা হলে তার কাছে একটি পুরাতন বিদেশি পিস্তল পাওয়া যায়। পিস্তলের ম্যাগাজিনে কোনো গুলি পাওয়া যায়নি।
যদিও পিস্তলটি সক্রিয় অবস্থায় ছিল না, তবুও এটি বহনের উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে আটক যুবক শামীম মিয়া বলেন, সে একজন ডালাই শ্রমিক। প্রথমে ফেনীতে কাজ করতো। সেখানে কাজকাম না থাকায় কাজের সন্ধানে ফেনী থেকে ঢাকায় গিয়েছিল। সেখানেও কাজ নেই। ঢাকা থেকে ফেরার পথে কমলাপুর স্টেশন থেকে পিস্তলটি কুড়িয়ে পেয়েছিল। খেলনার পিস্তল ভেবে সাথে নিয়ে ঢাকা থেকে ভৈরবে নিয়ে এসেছেন বলে জানায় শামীম মিয়া।
এ বিষয়ে ভৈরব বাজার চৌকির অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বলেন, ২৩ জুন রাত সাড়ে ৮টায় রেলওয়ে স্টেশনের ১ প্লাটফর্মে একটি খাবার হোটেলের সামনে যুবকটির আচরণ ও গতিবিধি সন্দেহ মনে হলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় তাকে তল্লাশি করে তার কোমড়ে রাখা একটি পুরাতন জড়া জীর্ণ একটি পিস্তল পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যুবকটি ঢাকা থেকে এগারোসিন্দুর ট্রেনে চড়ে ভৈরবে এসেছিল। সেখান থেকে পিস্তলটি সাথে করে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাকে ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করা হবে।
তিনি আরো বলেন, যুবকটি পিস্তলসহ স্টেশনে অবস্থান করায় বড় কোনো সন্ত্রাসী বা অপরাধমূলক ঘটনার আশঙ্কা ছিল। তদন্তে তার মোবাইল, যোগাযোগের ধরণ ও চলাফেরা বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও তথ্য উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *