# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে এক গৃহবধূকে মারধোরের অভিযোগে থানায় একটি মামলা রুজু হয়েছে। ১৭ জুন মঙ্গলবার উপজেলার ছয়সূতী ইউনিয়নের লোকমানখারকান্দি গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে সাদেক মিয়া (২৮) এর বিরুদ্ধে নির্যাতিত ওই গৃহবধূ (৩০) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং ১১।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদেক মিয়া প্রায় সময় নিজ গ্রামের ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় গত ৯ জুন বিকাল আনুমানিক ৩টার দিকে ওই গৃহবধূর বসত ঘরে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যার্থ হয়ে তাকে মারধোর করে সাদেক মিয়া।
ওই গৃহবধূ বলেন, গত ৯ জুন বিকাল ৩টার দিকে নিজ বাড়ির বসত ঘরে তার ছোট ছেলে (৫) কে নিয়ে শুয়েছিলেন। এসময় সাদেক মিয়া খারাপ উদ্দেশ্যে তার বিছানায় গিয়ে তাকে জড়িয়ে ধরে তার বুকে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে স্পর্শ করে ও পড়নের কাপড় ধরে টানা হেছড়া করতে থাকে। তখন তিনি সাদেক মিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে সাদেক মিয়া উত্তেজিত হয়ে ঘরের কোনায় থাকা বাঁশের লাঠি দিয়ে ওই গৃহবধূর দুই পায়ের উরুতে আঘাত করে। এসময় ওই গৃহবধূ ডাক চিৎকার করলে সাদেক মিয়া পালিয়ে যায়। এ সময় প্রকাশ্যে হুমকি দেয়, তুই যদি মামলা মোকদ্দমা করছ তাহলে তর বড় ছেলে (১৩) ও ছোট ছেলে (৫) কে খুন করে ফেলবে।
পরে এলাকাবাসী এসে গৃহবধূকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
এ ব্যাপারে অভিযুক্ত সাদেক মিয়া পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।