# সোহেল সাশ্রু :-
আগস্টের পর ভৈরব পৌর শহরে ও উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেলেও এলাকাভিত্তিক বিএনপির কিছু নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করছে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভৈরবের র্যাব, পুলিশ, সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছিনতাইকারীরা দাপিয়ে বেড়াচ্ছে।
পুলিশ ও র্যাবের সূত্রমতে, ভৈরবে ছিনতাই যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে। মাসে ঘটছে অর্ধশতাধিক ঘটনা। সব ঘটনা আবার জানাজানিও হয় না। ভৈরবের ২০টি স্পট এখন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আতঙ্ক বেড়েছে পথচারীদের মনে। আগে রাতে ছিনতাই হলেও এখন দিন দুপুরেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পৌর শহরের অনেক স্থানেই লোক চলাচল কমে গেছে। ভয় আর অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন এখানকার বাসিন্দারা। বিশেষ করে একটু রাত করে যাদের বাড়ি ফিরতে হয়, তারা ভোগেন ভীষণ টেনশনে। পুলিশ বলছে, সেনা, র্যাব ও পুলিশের যৌথ অভিযান চলছে পুরো ভৈরব শহরে। এর মধ্যে অন্ততপক্ষে ২ শতাধিক ছিনতাইকারী গ্রেপ্তার করা হলেও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না।
পুলিশ, বিভিন্ন গণমাধ্যম এবং ভৈরবের সরকারি হাসপাতালের জরুরি বিভাগের সূত্রমতে, গত আগস্ট থেকে ৫ জুন পর্যন্ত বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক ছিনতাইয়ের ঘটনায় আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেউ আবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুবরণও করেছে। অনেকে গুরুতর আহত হয়ে ঢাকা ও অন্য কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ বেশি। পুলিশের ভাষ্য, অধিকাংশ ঘটনাতেই থানায় মামলা বা জিডি হয় না। বেশিরভাগ ভুক্তভোগীই কোনো লিখিত অভিযোগ করেন না। ছিনতাইয়ের ঘটনায় খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলে খুব কম মানুষই থানা-পুলিশ করতে যান। ফলে যে হারে ছিনতাই ঘটে, সে তুলনায় থানায় মামলার সংখ্যা কম।
একটি এলাকার খণ্ডচিত্র
ভৈরব পৌর এলাকার বাসিন্দা ব্যবসায়ী সোলায়মান মিয়া এই প্রতিবেদককে জানান, অপরাধপ্রবণ এলাকা হিসেবে সম্প্রতি মেঘনা নদী তীরবর্তী এলাকার নাম বেশি আলোচনায় এসেছে। কিন্তু তার কাছে মনে হয়েছে, ভৈরব রেলওয়ে স্টেশনে চলাচলের রাস্তা আরও বেশি ভয়াবহ। সন্ধ্যার পরপর এই এলাকার সড়কগুলোতে একটা আলো-আঁধারি পরিবেশ সৃষ্টি হয়, যা আতঙ্ক হয়ে নেমে আসে। মাঝেমধ্যে পুলিশের কোনো টহল নেই বললেই চলে। এখানকার ছিনতাইকারীদের বেশিরভাগই ভৈরব শহরের প্রভাবশালী লোকজনের ছত্রছায়ায় বহিরাগতরা এ ছিনতাইয়ের সাথে জড়িত ও এলাকার মাদকসেবী। অপরাধ করেই তারা আবার নিজ বাসা বাড়িতে থাকেন। ভৈরব বাজার পৌরসভার সামনে থেকে পানাউল্লারচর বাজার পর্যন্ত অপরাধের হার সবচেয়ে বেশি। এখানে একাধিক টানা পার্টি ছুরি ও সুইচ গিয়ার চাকু হাতে সক্রিয় থাকে। দিনে থাকে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও পকেটমার। প্রতিদিন এই এলাকায় গড়ে ২টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলতে ভুক্তভোগীরা থানায় যান না।
১৩ জুন শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভৈরব পৌর শহরের নাটালের মোড় এলাকায় এক যুবকের মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
২ জুন সোমবার রাত ৩টায় ভৈরব পৌর শহরের রেলওয়ে স্টেশন রোডে পৌর কবরস্থানের সামনে মুক্তিযোদ্ধা আসমত ভূইয়া ও তার স্ত্রীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নেই।
২০ মে বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাক চালককে ছুরিকাঘাত করে হত্যা করে।
২৫ এপ্রিল সকালে পৌর শহরের গাছতলাঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় ভৈরব উপজেলা শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার স্ত্রীর কাছ থেকে অস্ত্রের মুখে ছিনতাইকারীরা সর্বস্ব লুটে নেই।
ছিনতাইয়ের যত হটস্পট
মানুষের দেয়া তথ্যমতে ভৈরব শহরের চিহ্নিত ১৫ থেকে ২০টি পয়েন্টে চলছে নিয়মিত ছিনতাই। ছিনতাই হওয়া স্পটগুলোর মধ্যে ভৈরব পৌর শহরের এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (গার্লস্ স্কুল) এর সামনে, নদী বাংলার সামনে, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ির সামনে, নিউ টাউন রোড, রেল স্টেশন সংলগ্ন ভুট্টু মিয়ার পুকুর পাড়, আমলাপাড়া সিঁড়ির নিচে, ভৈরব বাজার দ্বীন ইসলাম মিয়ার ট্রান্সপোর্ট এর সামনে এবং রেলস্টেশন রোড পৌর কবরস্থানের সামনে, পলাশ সিনেমা হলের সামনে, আইস কোম্পানির মোড়ে, নাটালের মোড়, গাছতলাঘাট, চণ্ডিবের চিরা মিলের সামনে, ভৈরব বাজার আশুগঞ্জ নৌকা ঘাট, ছবিঘর শপিং কমপ্লেক্স রোড, দুর্জয় মোড়, সিঙ্গার শো-রুমের সামনে, ভৈরব পৌর বাস টার্মিনাল এর সামনে, রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে নিয়মিত ছিনতাই হচ্ছে। এছাড়াও হাজী আসমত কলেজের সামনে, উপজেলার পানাউল্লারচর, মোল্লা ফিলিং স্টেশনের সামনে, গাজিরটেক ব্রিজে, কালিকাপ্রসাদ সজীব মিয়ার ইট ভাটার সামনে, জামালপুর ব্রিজ সংলগ্ন কবরস্থানের সামনে, কালিপুর রামশংকরপুর ব্রিজে, চণ্ডিবের কামাল সরকারের বাড়ির ব্রিজ সংলগ্ন ফার্মের সামনে, শম্ভুপুর রেলগেইট, লক্ষ্মীপুর জলপরি রোড, লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতালের সামনে, জগন্নাথপুর রেলস্টেশন রোড ও তাঁতারকান্দি জগন্নাথপুর ময়না বাজার রোডে ছিনতাইয়ের খবর পাওয়া যায়। এদিকে সন্ধ্যা হতেই ভৈরব সদরের সাথে গজারিয়া, মানিকদী ও জামালপুরগামী মানুষদের চলাচল বন্ধ হয়ে যায়। এ রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন অনেক দিন ধরেই সন্ধ্যার পর বন্ধ রয়েছে। মাদক সেবনকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্যরা এসব ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।
ঝোপ বুঝে কোপ মারে ছিনতাইকারীরা
ছিনতাইয়ের সময় কখন আর টার্গেট হন কারা- এ নিয়ে পুলিশ ও র্যাবের নিজস্ব গবেষণা রয়েছে। মূলত সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্তই ভৈরব পৌর শহরে ছিনতাই বেশি ঘটে। অলিগলিতে সন্ধ্যা থেকেই শুরু হয়। প্রধান সড়কগুলোতে বাড়ে রাত একটু গভীর হলেই। যদিও আগে থেকে টার্গেট করা ব্যক্তিদের ক্ষেত্রে কোনো সময় নির্দিষ্ট করা থাকে না। সাধারণত বেশি পরিমাণে টাকা-পয়সা বহনকারীরাই এদের টার্গেট। তবে এসব ক্ষেত্রে অনেক সময় তারা টার্গেটকে একাধিক দিন অনুসরণ করে এবং নির্দিষ্ট সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়েই অভিযান চালায়। আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন বা জমাদানকারী, রাত ১১টার পর থেকে ভোর পর্যন্ত চলাচলকারী ব্যক্তি, রমজান মাসে ইফতারের আগে ও জুমার নামাজ পড়তে বের হওয়া ব্যক্তি, মেঘনা নদীর পাড়ে ঘুরতে বের হওয়া দর্শণার্থী, গাড়িতে বসে মোবাইলে কথা বলা ব্যক্তি, গাড়িতে ভাড়া শেয়ার করায় আগ্রহী ব্যক্তি, জুয়েলারি ব্যবসায়ী, প্রবাসী, রিকশা বা সিএনজিতে অসতর্কভাবে বসে থাকা ব্যক্তিরা সচরাচর ছিনতাইকারীর শিকারে পরিণত হন। রাস্তায় টহলরত পুলিশ বা আনসার সদস্যদের এরা নজরদারিতে রাখলেও এমন অভিযোগও রয়েছে যে, কখনও কখনও পুলিশের সঙ্গে তাদের একটা বোঝাপড়া হয়ে থাকে। কিছু ঘটনায় এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ছিনতাইকারী কত প্রকার ও কী কী!
পুলিশের পরিভাষায় ছিনতাকারী চার প্রকার। পেশাদার, মাদকাসক্ত, টানা পার্টি ও শৌখিন। এই চার প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে পেশাদার ও মাদকাসক্তরা। ছিনতাইয়ের সময় একটু এদিক-সেদিক হলে কাউকে মেরে ফেলতেও দ্বিধা বোধ করে না এই অপরাধীরা।
পেশাদার : এদের ক্ষেত্রে ছিনতাই করাটাই একমাত্র পেশা। ভৈরবে এই চক্রই সবচেয়ে বেশি সক্রিয়। এরা যথেষ্ট সংঘবদ্ধও থাকে। এরা কবে কোন এলাকায় এবং কখন ছিনতাই করবে— সেটা পরিকল্পনা করেই মাঠে নামে। অনেক সময় আগে থেকে পুলিশের সঙ্গেও যোগাযোগ করে থাকে। কোন এলাকায় কোন দিন কোন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে টহল হবে, র্যাবের অভিযান আছে কি নেই, সেনা টহল হবে কিনা— এগুলো আগে থেকে জেনে নিয়েই তারা সুবিধামতো স্পট নির্ধারণ করে। পুলিশ এবং এই ছিনতাইকারীদের পরিভাষায় তাদের নাম ‘কামলা’। এই সিন্ডিকেটের একটি অংশ গাড়িচালক পেশা বেছে নিয়ে ভয়াবহ ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। তাদের শনাক্ত ও আটক করার ক্ষেত্রেও বিপাকে পড়ছে পুলিশ। ভৈরব কমলপুর বাস টার্মিনাল, সিলেট বাসস্ট্যান্ড, লোকাল বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালগুলো এদের প্রধান স্পট। চালকবেশে বাইরে থেকে আসা যাত্রীদের উঠিয়ে নিয়ে সুবিধামতো জায়গায় গিয়ে এরা সর্বস্ব লুটে নেয়। যাত্রী একা ও নারী হলে ধর্ষণের ঘটনা পর্যন্ত ঘটেছে। এই পেশাদার ছিনতাইকারীরা ব্যাটারি চালিত অটোরিকশা ব্যবহার করে।
মাদকাসক্ত : এই চক্র অনেক বেশি ভয়ংকর ও নির্মম। ভৈরব পৌর শহরে এখন এই চক্রের সংখ্যাই বেশি। এদের সবাই বিভিন্ন নেশায় আসক্ত। নেশাগ্রস্ত অবস্থাতেই অনেক সময় তারা মাঠে নামে এবং কাউকে আঘাত করতে বিন্দুমাত্র চিন্তাভাবনা করে না। হত্যার উদ্দেশ্যে এরা কাউকে আঘাত না করলেও তাদের এলোপাতাড়ি চাপাতি বা ছুরির আঘাতে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। কেবল নিম্ন আয়ের পরিবার থেকে নয়, অনেক সম্ভ্রান্ত ও ধনী পরিবারের নেশায় আসক্ত সন্তানরাও এই পেশায় নেমেছে।
শৌখিন : স্কুল, কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ছিনতাইয়ে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এই চক্র রাতে পৌর শহরের আশপাশের এলাকায় মোটরসাইকেলে ঘোরে ও আড্ডা দেয়। এরাও অনেক সময় সিগারেট বা নেশার টাকার জন্য ছিনতাই করে থাকে।
টানা পার্টি : টানা পার্টি হচ্ছে ছিনতাইকারীদের মধ্যে সবচেয়ে নিম্নস্তরের। ছিনতাইকারীদের ভাষায় এদের ‘অজাত-কুজাত’ বা ছোট জাতের বলে পরিচয় দেওয়া হয়। এরা সাধারণত কোনো পথচারী, রিকশা, মোটরসাইকেল, ট্রেন বা বাসযাত্রীদের হাতে থাকা মোবাইল ফোন, ব্যাগ, গলার চেইন, কানের গয়না, এসব থাবা দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাফিক জ্যামে এরা বেশি তৎপর থাকে। অনেকে মোটরসাইকেলে করেও এসব ঘটনা ঘটায়। সাধারণত মোটরসাইকেলের পেছনে বসা একজন থাবা মারার কাজটা করে। টানা পার্টির ছিনতাইকারীরা মোটরসাইকেলে ভুয়া নাম্বার প্লেট আর পুরো মুখ ঢেকে রাখা হেলমেট ব্যবহার করে থাকে। এরা সরাসরি কাউকে আঘাত না করলেও তাদের হ্যাঁচকা টানের জেরে রিকশা থেকে পড়ে গিয়ে অনেকে গুরুতর আহত হন।
প্রতিকার কী
ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ২৩ মে শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড নুরানী মসজিদের সামনে ভৈরব নাগরিক সমাজের পক্ষে এক বিক্ষোভ সমাবেশ ও গত ২৭ মে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে পুলিশ ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীকে নানাভাবে বুঝিয়ে মামলা করা থেকে বিরত রাখে। কখনও কখনও ঘটনার বর্ণনায় ‘তালকে তিল’ বানিয়ে একটি জিডি নিয়ে অভিযোগকারীকে কোনোরকমে বিদায় করা হয়। এটা তারা করে থাকে ছিনতাইকারীদের কাছ থেকে ভাগ পাওয়ার জন্য নয়, বরং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কঠোর জবাবদিহিতার মুখোমুখি না হওয়ার চেষ্টা হিসেবে। তারা চায়, তাদের থানা এলাকায় সংঘটিত অপরাধের সংখ্যা কম দেখাতে। এটি মাঠ পর্যায়ে পুলিশের অনেক পুরোনো অভ্যাস। মূলত এই বাজে আর অনিয়মজনিত অভ্যাসগুলোই ছিনতাই বেড়ে যাওয়ার একটা বড় কারণ। কেননা এতে করে ছিনতাইকারীরা পুলিশকে প্রকারান্তরে তাদের পক্ষের লোকই ভেবে বসে।
বক্তারা আরও বলেন, ছিনতাইয়ের সঙ্গে মাদকের একটা বড় যোগসূত্র আছে। মাদক বেচাকেনা যত বেশি হবে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ছিনতাইয়ের ঘটনা। নেশার টাকা জোগাতেই ছিনতাইকে পেশা হিসেবে বেছে নেয় অনেকে। এটি বিবেচনায় নিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা করার পাশাপাশি পুলিশকে প্রতিরোধমূলক একটি শক্ত জাল তৈরি করতে হবে। মাদক উদ্ধারে ও ঘাঁটি বন্ধ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের ভূমিকা নেই বললেই চলে। বরং দুঃখজনক হলেও সত্য যে, এই দুই সংস্থার অবৈধ আয়ের বড় উৎস এই মাদক। এখান থেকে বের হয়ে আসতে হবে। নইলে ছিনতাই কোনোদিনই কমবে না।