# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মালিকের মেয়ে ও রোগীদের যৌন হয়রানি অভিযোগ উঠেছে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডা. রুহুল আমিনের বিরুদ্ধে।
লোকলজ্জার ও সামাজিকতার ভয়ে মুখ বুঝে এই কর্মকর্তার নির্যাতন সহ্য করেছে নিরীহ নির্যাতিতরা। সম্প্রতি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার মালিক ও তার স্ত্রী সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে ডাক্তার রুহুল আমিন দ্বারা শ্লীলতাহানি হন।
এর আগে গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বাজিতপুর উপজেলার সরারচর সাইক মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. রুহুল আমিন এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে জনরোষে পড়েন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় যৌন কেলেঙ্কারির অভিযোগ স্বীকার করে জনসম্মুখে ক্ষমা চান এই চিকিৎসক।
আজ ২৩ এপ্রিল বুধবার নিকলী উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার মালিক বিলকিছ বেগম নিকলী থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি বলেন, ডাক্তার রুহুল আমিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের একজন চিকিৎসক। তিনি বৃহস্পতিবার ও শুক্রবার তার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন এবং চারতলা বিশিষ্ট বসত বিল্ডিং এর ৩য় তলায় রাত্রিযাপন করেন। এই সুযোগে মালিকের কলেজ পড়ুয়া নাবালিকা মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উত্যক্তসহ কু-প্রস্তাব দিতো। এছাড়া মেয়ের মোবাইল ফোনে নানা ধরণের সেক্সসুয়াল ম্যাসেস পাঠাতো। মেয়ে তার সম্মান রক্ষার্থে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোন কিছু জানায়নি। এমতাবস্থায় গত ২২ রমজান রাতে মেয়েকে ডাক্তার রুহুল আমিন কু-প্রস্তাব দেয়। মেয়ে রাজি না হওয়ায় ডাক্তার রুহুল আমিন তার যৌন কামনা চরিতার্থ করার অসৎ উদ্দেশ্যে মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে মেয়ের সম্ভ্রমহানী ঘটায়। এই ঘটনা ছেলে দেখে ফেলে বোনের ইজ্জত হানির জন্য ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করে। এতে ডায়াগনস্টিক সেন্টারের মালিক সত্য ঘটনা বুঝতে না পেরে ছেলেকে পুলিশে দেয়।
এই বিষয়ে ডা. রুহুল আমিন তার বক্তব্যে সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং স্থানীয় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন শ্লীলতাহানির অভিযোগ সম্পর্কে জানান, অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্ম্মা প্রতিবেদককে জানান, বিষয়টি ফৌজদারি অপরাধ। ভুক্তভোগীর সুবিচার পাওয়ার জন্য আমার পক্ষে যা সম্ভব সবটুকু করবো।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী প্রতিবেদককে মঠোফোনে জানান, ডা. রুহুল আমিনের বিষয়টি তার একান্তই ব্যক্তিগত।