#জয়নাল আবেদীন :-
চলন্ত ট্রেন থেকে ছিনতাই ও দস্যুতার প্রস্তুতি কালে অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী জসিম মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ২০ এপ্রিল রাতে পুরাতন হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুর উপর থেকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারী জসিম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নূরপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে যাত্রাপথে ভৈরবে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রীদের একাধিক অভিযোগের ভিত্তিতে ২০ এপ্রিল রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন। দিনভর অভিযানে সন্ধ্যেহ ভাজান ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৪ জনকে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে জসিম নামে ছিনতাইকারীর কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে মেঘনা রেলওয়ে পুরাতন ব্রিজের উত্তর ঢালে দস্যুতা করার প্রস্তুতকালে অত্যাধুনিক চাকুসহ জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। সে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতিসহ দস্যুতা মামলার পলাতক আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চলন্ত ট্রেন থেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছে।