# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা পর্যায়ের বালক ও বালিকাদের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক ফৌজিয়া খান টুর্নামেন্ট উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীও উপস্থিত ছিলেন।
সোমবার সদর উপজেলা বালক দল বাজিতপুর বালক দলকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে সদর উপজেলা বালিকা দল বাজিতপুর বালিকা দলকে ১০-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এছাড়া কটিয়াদী উপজেলা বালক দল তাড়াইল উপজেলা বালক দলকে ৫-৪ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে কটিয়াদী উপজেলা বালিকা দল তাড়াইল উপজেলা বালিকা দলকে ৮-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।