# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে নববর্ষ উদযাপন উপলক্ষে জমকালো আয়োজনে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার সকালে উপজেলার জামাইল বাজারে এ প্রতিযোগিতার আয়োজন করে আপনজন স্পোর্টস একাডেমী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফায়জ্জল হক, উপজেলা জামায়াতের আমীর আমিনুল হক, আপনজন স্পোর্টস একাডেমীর সভাপতি নজরুল ইসলাম ফিরোজ, সম্পাদক আব্দুল জব্বার রতন প্রমুখ।
প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।