# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এগারসিন্দুর ইউনিয়নের আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাহাদিয়া ফুটবল একাডেমির আয়োজনে ১৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে বাহাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এগারসিন্দুর ইউনিয়নের ১নং ওয়ার্ডকে পরাজিত করে ২নং ওয়ার্ড বিজয়ী হয়।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।
এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া বাচ্চু’র সভাপতিত্বে ও এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রদল নেতা সাব্বির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মোস্তফা কামাল, বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য ফরিদুল ইসলাম ভূঁইয়া, করিমগঞ্জের হাজী আব্দুল বারী মাস্টার কলেজের অধ্যক্ষ শাহজাহান আহম্মেদ মুক্তা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দিয়া উপজেলার সভাপতি জিয়াউর রহমান মুন্সী, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন আকন্দ, এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন মড়ল, পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আরমান হোসেন, এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবু বক্কর সিদ্দিক, মাসুদুর রহমান মাসুদ, হাদিউল ইসলাম ও ধারাভাষ্যকার ছিলেন পাকুন্দিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক হাবিবুল্লাহ তমিজ। সার্বিক সহযোগিতায় ছিলেন জুয়েল, সিয়াম মিয়া অনিক, নাজমুল হোসেন, টুটুল মিয়া, নয়ন মড়ল, রিয়াদ আহমেদ, বাবুল আহমেদ, মামুন আহমেদ, এখলাছ উদ্দিন, জিয়াউর রহমান, বিল্লাল হোসেন, আরিফ বিন আকাশ, মাহাবুব হাসান।
খেলায় বিজয়ী দলের খেলোয়াড় গোলকিপার রিমন হাসান ম্যান অব দ্য ম্যাচ ও রায়হান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।