# নিজস্ব প্রতিবেদক :-
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগ প্রতিযোগিতায় কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ দল বাস্কেটবলের পর হ্যান্ডবলেও জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার সাভারের বিকেএসপি মাঠে ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলের সাথে তিনটি খেলায় জয়লাভ করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
২৭ এপ্রিল শনিবার হ্যান্ডবল প্রতিযোগিতায়ও কিশোগঞ্জের কলেজটি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। একই মাঠে অনুষ্ঠিত সকালের খেলায় ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন দল হিসেবে পৌর মহিলা কলেজ দল প্রথমে ময়মনসিংহ বিভাগের চ্যাম্পিয়ন জামালপুরের জাহেদা শফির সরকারি মহিলা কলেজ দলকে ৬-২ গোলে জয়লাভ করে সেমিফাইনালে ওঠে। আর সেমিফাইনালে পৌর মহিলা কলেজ দল রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সরকারি কলেজ দলকে ৭-৩ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ দল রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন জয়পুরহাট সরকারি মহিলা কলেজ দলকে ৪-৩ গোলে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চ্যাম্পিয়ন দলের পক্ষে ফারদিয়া আক্তার রাত্রি তিনটা, আর আঁখি রাণী তালুকদার একটি গোল করেছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক সালমা হক।