# মিলাদ হোসেন অপু :-
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন এর এডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি)’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভৈরব উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। আজ ৪ মে রোববার দুপুরে ঢাকাস্থ উত্তরা ৭নং সেক্টরে শরীফুল আলমের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের শুভেচ্ছা জানান ভৈরব উপজেলা ও পৌর ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিবগণ।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, পৌর ছাত্রদল আহ্বায়ক হিসাম রহমান ও সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজুয়ান উল্লাহ বলেন, আমাদের প্রিয় নেতা শরীফুল আলম শুধু একজন রাজনীতিবিদ নন। তিনি একজন ক্রীড়া সংগঠকও। তিনি দেশের ক্রীড়া অঙ্গন নিয়ে অনেক স্বপ্ন দেখেন। বিগত দিনে ক্রীড়া অঙ্গণে ভৈরবে একজন নেতা সর্বোচ্চ পর্যায়ে ছিলেন। কিন্তু তিনি ভৈরবের জন্য ও ভৈরবের ক্রীড়া অঙ্গনের জন্য কিছুই করেননি। নামমাত্র ভৈরবের একটি স্টেডিয়াম তৈরি করেছেন তিনি। দীর্ঘদিন বিসিবির দায়িত্বে থেকেও ভৈরব ও কুলিয়ারচরে একজন ভালো ক্রিকেটার তৈরি করতে পারেননি। তবে আমাদের নেতা শরীফুল আলম ভাই ভৈরবের তরুণদের নিয়ে অনেক স্বপ্ন দেখেন। অল্প সময়ের মধ্যে ভৈরব ও কুলিয়ারচরের ক্রীড়া প্রেমীদের জন্য চমক নিয়ে আসবেন প্রিয় নেতা শরীফুল আলম।