# এম.আর রুবেল :-
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ স্লোগানে ভৈরবে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-৪ গোলে লাল দল বিজয়ী হন।
ভৈরব উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন লাল দল ও সবুজ দল। বিকেল ৩টায় খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ দল প্রথম গোল করেন এবং কিছুক্ষণের মধ্যেই লাল দল দ্বিতীয় গোল করার মাধ্যমে খেলায় সমতা ফিরে এবং ৬০ মিনিটের খেলা শেষ হয়। পরে রেফারির সিন্ধান্তে ট্রাইবেকার দেয়া হয়। ট্রাইবেকারে লাল দল ৩টি গোল করেন এবং সবুজ দল ১টি গোল করায় সবুজ দলকে ২-৪ গোলে হারিয়ে লাল দল বিজয় হয়।
৫ জানুয়ারি রোববার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে ভৈরব পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ভৈরব থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান, জামায়াত ইসলামীর ভৈরব উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর ও কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, জামায়েত ইসলামী ভৈরবের নায়েবে আমীর মাহবুব উল্লাহ মুছা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি কাইজার।
এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব থানার ইন্সপেক্টর তদন্ত মো. শাহিন মিয়া, ভৈরব পৌর বিএনপির সিনিয়র নেতা মো. জিল্লুর রহমান, জামায়াত ইসলামীর ভৈরব উপজেলা শাখার এসিস্ট্যান্ড সেক্রেটারি প্রবাসী মো. শাহ আলম, পৌর শাখার সেক্রেটারি মিঠু মিয়া।
লাল দলের অধিনায়ক ছিলেন মো. ছাব্বির আহমেদ ও সবুজ দলের অধিনায়ক ছিলেন সোহেল মিয়া। এছাড়াও লাল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন মুর্শেদ মিয়া এবং সবুজ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন মো. মনির হোসেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মনির হোসেন এবং রেফারির দায়িত্ব পালন করেন সুমন রহমান। রাইজম্যান ছিলেন রোমান মিয়া ও সুমন হাজারী।
খেলা উদ্বোধন শেষে দর্শকের পাশাপাশি প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনসহ অন্যান্য অতিথিরা গ্যালারিতে বসে ফুটবল খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন লাল দলের অধিনায়ক মো. ছাব্বির আহমেদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং সবুজ দলের অধিনায়ক সোহেল মিয়ার অতিথিদের কাছ থেকে রানার্সআপ পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও রেফারি সুমন রহমান ও রাইজম্যান রুমান ও সুমন হাজারী অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।