# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের নিকলীতে দুই সন্তানের মাকে ধর্ষণ করে শফিকুল ইসলাম নামে ৪নং বিচারিক আদালতের পেশকার শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর ধর্ষক শফিকুলের বন্ধু আলমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন।
ঘটনার বিবরণে জানা যায়, নিকলীর শিংপুর ইউনিয়নের টেংগুরিয়া গ্রামের শফিকুল ইসলামের কাছে প্রতিবেশি ওই নারী একটি মামলায় সহযোগিতা চান। ১ ডিসেম্বর রোববার সকালে মহিলাটি শফিকুলের কাছে গেলে একটি ঘরে আটকে রেখে শফিকুল ও আলম তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতার স্বজন বেবি আক্তার রোববার থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুল ও আলমকে আসামি করে মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি আরিফ উদ্দিন। এদিকে শফিকুল মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুলও দুই সন্তানের বাবা বলে জানা গেছে। শফিকুলকে রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রিয়াজুল কাউসারের আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি কাজী আরিফ উদ্দিন।