# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মানব পাচার চক্রের মূলহোতাদের মধ্যে একজনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আটককৃত ব্যক্তি ভৈরব পৌর শহরের কালীপুর এলাকার হায়দর আলী মিয়ার বাড়ির মৃত হোসেন মিয়ার ছেলে মিলন মিয়া (৪০)। আজ ৩ জুলাই বুধবার মিলন মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ পথে ইউরোপের দেশ ইটালীতে নিবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে এক ভূক্তভোগী পরিবার মানব পাচারের অভিযোগ এনে কিশোরগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। এ মামলা দায়ের করেন ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর ফাঁড়ি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা জান্নাত বেগম। মামলা সূত্রে জানা যায়, জান্নাত বেগম এর স্বামী শম্ভুপুর ফাঁড়ি রঘুনাথপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে সজল মিয়া দুই বছর আগে লিবিয়া যায়। মানব পাচার চক্রটি বড় ধরণের টাকা লেনদেন করলেও এখন স্বামীর সন্ধান পাচ্ছেন না ভূক্তভোগী জান্নাত বেগম। ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুকিদুল হাসান আদালতের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে মিলন মিয়াকে আটক করে। এ ঘটনায় লিবিয়ায় মানব পাচার চক্রের সদস্য খুরশিদ মিয়া, আটককৃত আসামি মিলন মিয়ার মা ও বউকে আসামি করা হয়েছে।
ভোক্তভোগী জান্নাত বেগম জানান, ২ বছর আগে মিলন মিয়ার মাধ্যমে স্বামী সজল মিয়াকে ১০ লক্ষ টাকা নগদ দিয়ে দুবাই হয়ে লিবিয়া পাঠায়। লিবিয়া যাওয়ার পর ইটালী নেয়ার কথা বলে মিলন মিয়া তার স্ত্রী, মা ও খুরশিদ মিয়ার যোগ সাজেসে প্রথমে ৮ লক্ষ টাকা নেয়। টাকা দেয়ার কয়েকদিন যেতে না যেতেই মিলন জানায় লিবিয়া মাফিয়ার হাতে সজল আটক হয়েছে। মাফিয়া থেকে ছাড়িয়ে আনতে তৃতীয় দফায় ১০ লক্ষ টাকা নেয়। টাকা দেয়ার পর থেকে স্ত্রীর সাথে সজলের আর যোগাযোগ নেই। নিরুপায় হয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করেন ভূক্তভোগী জান্নাত বেগম।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, আটককৃত অভিযুক্ত আসামি মিলন মিয়াকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মানব পাচার মামলায় বাকী আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।