# নিজস্ব প্রতিবেদক :-
ছাত্র লীগের সন্ত্রাসীদের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপন করা হয়েছে। গতকাল ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উলাহাটি এলাকার নতুন রাস্তার দুই পাশে তিন শতাধিক সুপারির চারা রোপন করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ঢাকার উত্তরার আইইউবিএটি’র (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এণ্ড টেকনোলজি) ছাত্র আশিকুজ্জামান আশিক ব্যক্তিগত উদ্যোগে এলাকার মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করেন। আশিক জানান, একজন দেশপ্রেমী আবরার ফাহাদকে সবার কাছে পরিচয় করিয়ে দেওয়া এবং তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্যই বৃক্ষ রোপনের এই উদ্যোগ। এসব গাছের চারা একদিকে যেমন রাস্তার মাটির ক্ষয় রোধ করবে, আবার এসব গাছ থেকে যে সুপারি উৎপাদিত হবে, সেগুলি স্থানীয় মসজিদের তহবিলে জমা করা হবে।
গ্র্যাজুয়েশন সম্মাননা প্রদান করা হয়েছে। ১১টায় সদর উপাজেরঅর ব্র্যাক এলাকা অফিসে কর্মসূচীটি হয়। মামুন অর রশিদ। সঞ্চালনায় জেলা সমন্বয়ক সাফরিনা জান্নাত। আরও ব্র্যাক সেল্প কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মো. গোলাম শফিউল আলম, সেল্প কর্মসূচীর অফিসার ফৌজিয়া ইয়াসমিন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক মো. আব্দুল বাতেন প্রমুখ।
মামুন বলেন, স্বপ্ন সারথি দল কর্তৃক পরিচালিত এই কার্যক্রম বাল্যবিয়ে প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে ১০ জন কিশোরির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।