• শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কটিয়াদীতে দৃষ্টিশক্তি হারিয়ে থেমে গেছে মর্জিনার লেখাপড়া করিমগঞ্জের গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে বিএনপির কৃষক দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত বিনামূল্যে প্রশিক্ষণ শেষে ১১ নারী পেলেন সেলাই মেশিন ভৈরবে জেটি নির্মাণে নদীর পাড় এলাকা অধিগ্রহণ কমিটি পরিদর্শন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ভৈরব শাখার আয়োজনে ব্লু-বার্ড স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কিশোরগঞ্জ থানাকে মনে হবে বিএনপির কার্যালয় ছাত্র লীগের সন্ত্রাসীদের হাতে নিহত বুয়েট ছাত্র ফাহাদের স্মরণে বৃক্ষরোপন ভৈরবে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস ভৈরবের সাবেক কমিশনার ও বায়ান্নের ভাষা সৈনিক জহিরুল হকের ইন্তেকাল

করিমগঞ্জে বিএনপির কৃষক দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন কৃষক দলের সদস্য নবায়ন কার্যক্রম ১০ অক্টোবর শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। গুণধর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মিরাস আলী, গুণধর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তাজ মাহমুদ, গুণধর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক জিয়া রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, নিয়ামত উল্লাহ, মোখলেছ, আবুল কাশেম, মনিরুজ্জামান খেলন, মো. মিজান, মো. মঞ্জু, ইব্রাহিম, রাসেল আহম্মেদ রানা, কামাল, আসাদ, মোস্তুফা, আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, কৃষক দল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। কৃষকের অধিকার রক্ষা ও সরকারের কৃষিবিরোধী নীতির প্রতিবাদে মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সদস্য নবায়ন কার্যক্রমের কোনো বিকল্প নেই।
বক্তারা আরো বলেন, সদস্য নবায়নের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে কৃষক দলের ভিত্তি আরও মজবুত হবে।
অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *