# দিলোয়ার হোসাইন :-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা ও কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথির জামায়াত নেতা ও নরসিংদী জেলা রায়পুরা আর্দশ দাখিল মাদরাসার সুপার আলী হোসেন, জামায়াত নেতা ও উরদিঘী আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল নূরুল ইসলাম, গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি বদিউজ্জামান শরীফ, করিমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, গুণধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা আতাউর রহমান, জামায়াত নেতা দেলোয়ার হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলাম সাদী, জামায়াত নেতা মাজহারুল হক, জোবায়ের আহমেদ, মাহমুদুল হাসান মাসুদ, এবিএম আসাদুল ইসলাম রেনু প্রমুখ। এ সময় আফতাব উদ্দিন, সেলিম মোল্লা, আবু সাঈদ, আল আমিন, হাফেজ মাজহারুল হক, এমদাদুল হক, সানা উল্লাহ, আবুল কালাম, রইচ উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম, ক্বারী আহমেদ উল্লাহ, বাদল, আব্দুল কাইয়ুম, মো. শহিদ, মো. সুমন, মো. আনন, কামরুল ইসলাম, নূর ইসলাম, ফাইজ উদ্দিন, সাদ্দাম হোসেন, মো. হিরন, আ. কাদিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার প্রধান উদ্দেশ্য ছিল কেন্দ্র জাল ভোট বন্ধ করা, জনগণের প্রত্যাশা ও স্থানীয় সমস্যাদি চিহ্নিত করা এবং নির্বাচনে সংগঠনের করণীয় নির্ধারণ করা।
সভায় বক্তারা গুণধর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, তারা নির্বাচিত হলে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
সভায় সংগঠনের পক্ষ থেকে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক ডা. জেহাদ খানের পরিচিতি তুলে ধরা হয় এবং জনগণের কাছে তাদের সমর্থন চাওয়া হয়। উপস্থিত জনগণও খোলামেলাভাবে তাদের মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেন।
২নং ওয়ার্ড শাখার সভাপতি জালাল উদ্দীন সভায় সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারে এলাকার সত্যিকারের উন্নয়ন করতে। আমরা আশা করি, এলাকার মানুষ এবার যোগ্য ও জনদরদী নেতৃত্ব বেছে নেবেন।