• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফুলেল শুভেচ্ছা ও নিসচা পরিবারের ভালোবাসায় সিক্ত দেশসেরা রোড ফাইটারে ভূষিত সাংবাদিক আলাল উদ্দিন নতুন সার ডিলার নীতিমালা অনুমোদন বাতিলের জন্য রীট করবে বিএফএ কিশোরগঞ্জে আওয়ামী লীগ ছাত্র লীগের দুই শীর্ষ নেতাসহ আটক ৪ কিশোরগঞ্জে রুশ বিপ্লব ও বাসদের (মার্ক্সসবাদী) প্রতিষ্ঠাবার্ষিকী স্ত্রী ও এক শিশুপুত্র রেখে মালদ্বীপে নৌদুর্ঘটনায় মারা গেলেন আলমগীর নিকলীতে পপির উদ্যোগে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালিত ভৈরবে এনসিপির কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ভৈরবে বিক্ষোভ হাওরের ট্রলারে রহস্যজনক আগুন মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ভৈরবে ৫ খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড

ভৈরবে চটের বস্তা বোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে চটের বস্তা বোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ২৮ সেপ্টেম্বর রোববার বিকাল সাড়ে ৫টায় নরসিংদীর বারৈচা এলাকা থেকে ট্রাকটি উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
গ্রেপ্তারকৃতরা হলো, পৌর শহরের গাছতলাঘাট এলাকার শামসু মিয়ার ছেলে আকাশ মিয়া (২৮), ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩০) ও একই এলাকার সোহেল মিয়ার ছেলে সুহান মিয়া (২১)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ৩টায় পৌর শহরের গাছতলাঘাট এলাকায় চটের বস্তা বোঝাই (ঢাকা মেট্রো-ন ১৮৬০১৬) পিকআপসহ চালক সজল মিয়াকে ডাকাতরা জিম্মি করে ধরে নিয়ে যায়। এক কিলোমিটার যাওয়ার পর চালককে শম্ভুপুর রেলগেইট এলাকায় নামিয়ে চটের বস্তা বোঝাই পিকআপ নিয়ে ছটকে পড়ে ডাকাতরা। দুপুর ৩টায় থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিশেষ তদারকির মাধ্যমে জানতে পারে ট্রাকটি নরসিংদী জেলার বেলাবো থানার বারৈচা এলাকায় রয়েছে। থানা পুলিশ বিকাল সাড়ে ৫টায় সেখান থেকে পিকআপটি উদ্ধারসহ সোহান, মামুন ও আকাশকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পিকআপ মালিক তৌহিদ মিয়া বলেন, পিকআপটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চটের বস্তা বোঝাই করে ভৈরব পৌর শহরের কালিপুর এলাকায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শহরের গাছতলাঘাট এলাকায় পৌঁছালে আমির আলি নামের বস্তা ব্যবসায়ীকে মারধর করে চালককে জিম্মি করে পিকআপটি ডাকাতি করে নিয়ে যায়। বিষয়টি ড্রাইভারের মাধ্যমে জানতে পেরে আমি থানায় অভিযোগ দেয়ার ২ ঘন্টার মধ্যে পিকআপটি উদ্ধার করে থানা পুলিশ।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে যায়। পরে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নরসিংদী বেলাবো থানার বারৈচা এলাকায় মালামালসহ পিকআপটি বিক্রির আলোচনা চলছে। পরে থানা পুলিশসহ পিকআপটি বারৈচা বাজার এলাকা থেকে উদ্ধার করি। এ সময় ডাকাতি ও দস্যুতার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিরা ভৈরবের চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *