# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে ভৈরবের মেঘনা নদী ও কালী নদীতে অভিযান চালিয়েছে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক। অভিযানে এ কর্মকর্তাকে সহযোগিতা করেন ভৈরব নৌ থানা পুলিশ। ৮ অক্টোবর বুধবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরের মেঘনা ফেরিঘাট থেকে উপজেলার গজারিয়া ইউনিয়নের তাতালচর গোদারাঘাটের এলাকা পর্যন্ত কালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৭০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চায়না দুয়ারী জালের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ১০০ মিটার যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা। এ সময় ৩০টি কারেন্ট জালও জব্দ করা হয়। জব্দকৃত এই কারেন্ট জালের দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। জব্দকৃত জালের সর্বমোট বাজার মূল্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।