# সৈয়দ ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফরেন্ট মো. অহিদুর রহমান (বিএনসিসিও) এর সভাপতিত্বে
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি লোকমান সরকার।
এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান উল্লাহ আকাশ এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, ভৈরব পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফরেন্ট মো. অহিদুর রহমান, (বিএনসিসিও) স্বাগত বক্তব্যে বলেন, প্রতিষ্ঠান কোন বিষয় না তোমার ভিতরে যদি কোন মেধা থাকে সফলতা আসবে এটাই স্বাভাবিক। আমরা তোমাদেরকে নিজের সন্তানের মত লালন পালন করেছি আর করছি বলে তোমরা এমন ভালো ফলাফল করেছ। আর তোমরা যদি এই কলেজে ভর্তি হও তাহলে এভাবেই তোমাদের লালন পালন করে যাবো। আমাদের কলেজের কোটা হলো ৫০+৫০+৫০ মোট ১৫০ শিক্ষার্থী থাকলে আমাদের কলেজ চলবে। আমরা আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাব। তোমরা যে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছ তোমরা যদি এই কলেজে ভর্তি হও তোমরা এ ৪৮ জন আবারো জিপি-৫ পাবে। তোমরা যত ভালো কলেজেই যাওনা কেন একটা অবকাঠামো তোমাকে কিছুই দিতে পারবে না কলেজ শিক্ষকদের যত্ন তোমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। কিন্ত তোমার সফলতার কারণ হবে তোমার চেষ্টা ও তোমার মেধা। তোমাদের ফলাফলকে স্বাগত জানাচ্ছি, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম বলেন, রেজাল্ট ভালো হলো শুধু নিজের না পরিবারেরও শুনাম হয় স্কুলেরও শুনাম হয়। শুধু রেজাল্ট ভালো হলেই হবে না, আমাদের মধ্যে মানবতা বোধ থাকতে হবে। তোমরা যেহেতু অনেক মেধাবী অল্প কথাতেই তোমরা সব বুঝতে পারো।
তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি এই রেজাল্ট পরবর্তিতেও ধরে রাখবে সমাজের জন্য দেশের জন্য। তোমাদের জন্য আগামী ভবিষ্যত অনেক শুভ হোক এই কামনা করি।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি জনাব লোকমান সরকার তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয়টি স্কুল এন্ড কলেজ করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে শুধু মাত্র তোমাদের জন্য। কারণ তোমরা যারা এ প্লাস পেয়েছ তারা অন্য কোনো কলেজে গেলে এ প্লাস পাওকিনা তা নিয়ে সন্দেহদাধীন ছিলাম।
আমরা সবাই জানি এসএসসি পাস করার পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। এইচএস এর পরে তাদের লাইন শুরু হবে কেউ মেডিকেলে যাবে কেউ বুয়েটে যাবে কেউ অন্যান্য প্রশাসনিক বিভাগে যাবে। এই মুহূর্তে বলবো আমি যারা এ প্লাস পেয়েছ তোমাদের ফলাফলকে সাধুবাদ জানাচ্ছি, সম্পূর্ণ নতুন শিক্ষক নিয়োগ দিব আমরা কলেজের জন্য ২৭ তারিখে এবং তোমাদের জন্য ফোর্থ ক্লাসের ও ব্যবস্থা করেছি। তোমাদের সুবিধার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করব আমরা ইনশাআল্লাহ, শুধুমাত্র তোমাদের সহযোগিতা আমরা অবশ্যই কামনা করি। আমরা চেষ্টা করব তোমাদের কলেজ লেভেলে সর্বোচ্চ ভালো মানের শিক্ষা ব্যবস্থা করে দেওয়ার।
আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয় সিনিয়র শিক্ষক ইকবাল হোসেনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তাবারক বিতরণ করা হয়।