# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিবনাথ সাহার বাজার সংলগ্ন কুড়িখাঁই নদীর ওপর নির্মিত সেতুটি এখন জরাজীর্ণ। এরই মধ্যে সেতুর দু’পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগেই। খসে পড়েছে পিলারের আস্তরণ ও ইট। সেতুর বিভিন্ন স্থানে ভেঙে গেছে সেতুর পাটাতনের অংশ। ফলে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। এ অবস্থায় বোয়ালিয়া, নামা বোয়ালিয়া, তেলিচারা, কাহেতেরটেকী, ভাংনাদী, চারিয়া, দড়িচারিয়া, মাগুরা, কুড়িখাঁই, চাতল, মুমুরদিয়া, জোয়ারিয়া ও পিপুলিয়া গ্রামসহ অন্তত ১৫টি গ্রামের মানুষ প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
বেশি বিপাকে পড়েছে ওই সব এলাকার স্কুল-মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া সেতুর জীর্ণদশার কারণে ব্যবসায়ীদের মালামাল পরিবহন নিয়ে দুর্ভোগের যেন শেষ নেই। এ পরিস্থিতিতে সেতুটি পুনর্নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে না আসায় ফুঁসে উঠেছে এলাকাবাসী।
জানা গেছে, কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া থেকে মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহার বাজার হয়ে কুড়িখাঁই শাহ শামছুদ্দিন বুখারী (র.) মাজারে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুটি।
প্রায় ষাট বছর আগে কুড়িখাঁই নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা স্থানীয় কিছু নিরীহ লোককে ধরে এনে সেতুর উপর দাঁড় করিয়ে গুলি করে নদীতে ফেলে দেয়। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার কোন স্মৃতি চিহ্ন রাখা হয়নি এবং দীর্ঘ প্রায় ৬০ বছরেও সেতুটির কোনো সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ইতিহাসের সাক্ষী সেতুটি বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুর ওপর দিয়েই এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা দাবি করেন, কিছুদিন পরই কুড়িখাঁইয়ে শাহ শামছুদ্দিন বুখারী (র.) এর ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশাল মেলা হলে হাজার হাজার মানুষ এ সেতুটি দিয়েই যাতায়াত করে থাকে। এ জন্য এটি দ্রুত নির্মাণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।