# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসসহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা ২১ আগস্ট বৃহস্পতিবার রাতে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারারসহ বিভাগীয় কার্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। চারদিন ধরে তালা ঝুলছে। শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ২৫ আগস্ট সোমবারও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী পালন করেন। এই আন্দোলন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন।
তবে সদর উপজেলার শোলমারা এলাকায় ৫ একর জায়গার ওপর সরকারিভাবে ‘কিশোরগঞ্জ আইটি পার্ক’ নামে একটি ৭ তলা ভবন নির্মাণাধীন আছে। সেখানে আপাতত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস করার একটি প্রস্তাব নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।
২০২১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শহরের সরকারী গুরুদয়াল কলেজের ১০ তলা ভবনে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য সদর উপজেলার বৌলাই এলাকায় কিশোরগঞ্জ-মরিচখালী সড়কের পাশে ১০৩ একর জায়গা অধিগ্রহণের কথা রয়েছে। টাকাও বরাদ্দ হয়েছে। কিন্তু সেটাও প্রায় ৮ মাসের ব্যাপার। যে কারণে গুরুদয়াল কলেজের ১০ তলা ভবনের ৫টি তলা আপাতত ব্যবহার করা হচ্ছে বলে জানিয়ছেন উপাচার্য ড. দীলিপ কুমার বড়ুয়া। এই ভবনের ৫টি তলা ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়, আর বাকি ৫টি তলা ব্যবহার করছে গুরুদয়াল কলেজ।
গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মুশতাকুর রহমান জানিয়েছেন, এই ভবনটি বিশ্ববিদ্যালয়কে ব্যবহারের লিখিত অনুমোদন দেওয়া হয়েছিল চলতি বছরের এপ্রিল পর্যন্ত। এর পর আর অনুমোদনের মেয়াদ বাড়ানো হয়নি। এই ভবনের ৫টি তলায় কলেজের সমাজ কর্ম, অর্থনীতি ও হিসাব বিজ্ঞান বিভাগের ক্লাশ করানো হয়। সেখানে কলেজের পরীক্ষাও নেওয়া হয়। বাকি ৫টি তলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিকসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু কলেজের কোন পরীক্ষা থাকলে তখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখতে হয়। বিশ্ববিদ্যালয়কে এই ভবনের অনুমতির বিষয়ে মন্ত্রণালয় ব্যাখ্যা চেয়েছে। অনুমতির মেয়াদ শেষ মর্মে অধ্যক্ষ একটি ব্যাখ্যা পাঠিয়েছেন বলে সমকালকে জানিয়েছেন। পুরো ১০ তলা ভবনটি কলেজের খুবই প্রয়োজন হলেও, কলেজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাস ছেড়ে দেওয়ার জন্য কোন চাপ দেওয়া হচ্ছে না বলে জানালেন অধ্যক্ষ মুশতাকুর রহমান। তিনি জানান, ওই ভবনের লিফটের ব্যবস্থাও করতে হয়েছে কলেজকে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের অনুমতিও কলেজের পক্ষ থেকে করতে হয়েছে, যেহেতু ভবনের মালিক কলেজ।
উপাচার্য ড. দীলিপ কুমার বড়ুয়া জানান, বিশ্ববিদ্যালয়ে ২৮ জন শিক্ষক ও ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ আছে- গণিত, ইংরেজি, হিসাব বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫০০ জন শিক্ষার্থী রয়েছেন। প্রতি বছরই প্রতি বিভাগে ৩০ জন করে ১২০ জন শিক্ষার্থী যুক্ত হচ্ছেন। ফলে এখানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বলেও উপাচার্য জানালেন। স্থান সংকুলানের অভাবে নতুন করে আর কোন বিভাগও খোলা যাচ্ছে না।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনের স্বাক্ষরে বৃহস্পতিবার বিকালে একটি নোটিশ জারি করা হয়। তাতে লেখা ছিল, ২৪ আগস্ট রোববার থেকে সরকারি গুরুদয়াল কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে বিধায় ১৪৪ ধারা জারি থাকবে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ থাকবে। পাবলিক পরিবহন ও ব্যক্তিগত গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। এর পরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে স্থায়ী ক্যাম্পাসসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। উপাচার্য ও উপ-উপাচার্য কার্যালয়সহ অন্যান্য কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তারা স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আপাতত অন্যত্র একটি অস্থায়ী ক্যাম্পাসেরও দাবি জানিয়েছেন।
২৫ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করছেন। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ মারুফ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শুভ ও সাফী জানান, তারা ৬ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। দাবিগুলো হলো, অবিলম্বে ক্যাম্পাস স্থানান্তর, অন্যের অধীনে থেকে কোন কার্যক্রম পরিচালনা না করা, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আধুনিক ল্যাব প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রক্টোরিয়াল বডির সর্বোচ্চ ব্যবহার এবং খেলার মাঠের ব্যবস্থা করা। শিক্ষার্থীরা এসব দাবিতে মিছিলও করেছেন। সোমবারও উপাচার্যের কার্যালয়ের দু’টি দরজাসহ অন্যান্য কার্যালয়ে তালা ঝোলানো দেখা গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা ঝুলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এখানে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখাটা চরম অসম্মানের বলেও মনে করছেন সকল শিক্ষার্থী।
গুরুদয়াল কলেজের অধ্যক্ষ আ.ন.ম মুশতাকুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইমান আলী জানিয়েছেন, ২৪ আগস্ট রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সঙ্কট নিয়ে একটি সভা হয়েছে। সেখানে উপাচার্য ড. দীলিপ কুমার বড়ুয়া, উপ-উপাচার্য ড. শফিকুল ইসলাম ও কলেজের অধ্যক্ষ মুশতাকুর রহমান উপস্থিত ছিলেন। সভায় আপাতত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শোলমারা এলাকায় নির্মাণাধীন আইটি পার্কে স্থানান্তরের একটি প্রস্তাব উঠেছে। সেটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে।
ট্রেজারার ইমান আলী জানিয়েছেন, বিদ্যমান সমস্যা নিয়ে কথা বলার জন্য উপাচার্য ও উপ-উপাচার্য সোমবার ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গিয়েছেন কথা বলার জন্য।