# নিজস্ব প্রতিবেদক :-
স্থায়ী ক্যাম্পাস ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা ২১ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষোভ করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। তারা আপাতত অন্যত্র একটি অস্থায়ী ক্যাম্পাসেরও দাবি জানিয়েছেন। ২০২১ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ক্লাশ শুরু হয় শহরের সরকারি গুরুদয়াল কলেজের একটি ১০ তলা ভবনে। স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় এখনও সেখানেই একাডেমিক ও প্রশাসনিকসহ সকল কার্যক্রম চালাতে হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনের স্বাক্ষরে বৃহস্পতিবার বিকালে একটি নোটিশ জারি করা হয়। তাতে লেখা ছিল, ২৪ আগস্ট থেকে সরকারি গুরুদয়াল কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে বিধায় ১৪৪ ধারা জারি থাকবে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ থাকবে। পাবলিক পরিবহন ও ব্যক্তিগত গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। এর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেনে। তারা রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে স্থায়ী ক্যাম্পাস ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। তারা স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আপাতত অন্যত্র একটি অস্থায়ী ক্যাম্পাসেরও দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। উপাচার্য ড. দীলিপ কুমার বড়ুয়া শিক্ষার্থীদের সাথে কথা বললেও সমস্যার সমাধান হয়নি।
এ বিষয়ে উপাচার্য দীলিপ কুমার বড়ুয়া জানান, শিক্ষার্থীদের সাথে কথা বললেও এখনও সমাধানে পৌঁছা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘কিশোরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য অস্থায়ী ক্যাম্পাস করার মত কোন স্থাপনা পাওয়া কঠিন। সেটাও আমার এখতিয়ারে নেই। এছাড়া বর্তমান ভবনে কম্পিউটার ল্যাবসহ লাখ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।’ তিনি জানান, পরিস্থিতি খুবই উত্তপ্ত। গুরুদয়াল কলেজের শিক্ষার্থীরাও ফেসবুকে লেখালেখি করছেন, অবিলম্বে তাদের ভবন ছেড়ে দেওয়ার জন্য। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এর জন্য তিনি প্রশাসন, পুলিশ বিভাগ ও গোয়েন্দা সংস্থাকে পরিস্থিতি জানিয়ে রেখেছেন।
তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে জায়গা অধিগ্রহণের অনুমতি পাওয়া গেছে। টাকাও বরাদ্দ হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গা অধিগ্রহণ শুরু করতেও অন্তত ৮ মাস সময় লেগে যাবে বলে উপাচার্য মনে করছেন। অধিগ্রহণ সম্পন্ন হলে সেখানে মাটি ভরাট করে টিনশেড ঘর করতেও বেশ সময় লাগবে, অর্থ লাগবে। সেটাও উপাচার্যের এখতিয়ারে নেই। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন ও করিমগঞ্জের জয়কা ইউনিয়নের সীমান্তে ১০৩ একর জায়গা অধিগ্রহণের কথা রয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে উপাচার্য বলেন, তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন, অন্যান্য পেরিফেরিয়াল বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন চালু হবে, তখন এখানেও হবে। তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে নির্বাচন চালু করতে পারেন না।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে ২৮ জন শিক্ষক ও ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ আছে- গণিত, ইংরেজি, হিসাব বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫০০ জন শিক্ষার্থী রয়েছেন। প্রতি শিক্ষা বর্ষেই প্রত্যেক বিভাগে ৩০ জন করে মোট ১২০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। ফলে একটি ১০ তলা ভবনে কতদিন একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলতে পারে, এই প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী মোশারফ হোসেন, সেলিনা পারভীনসহ অনেকেই।