# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গ্রুপ ভিত্তিক রাজনীতিতে মত্ত থাকলে রাজনীতিতে পরাজিত হতে হবে। এখন শান্তিতে আছেন বলে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবেন, তা হবে না। ব্যক্তিগত শোডাউন করে নেতা হওয়া যায় না। ওসিকে ফুল দেওয়া আপনাদের কাজ না। স্কুলে গিয়ে মাতবরি বন্ধ করেন। এগুলি সিনিয়রদের করতে দেন। খালেদা জিয়া সাড়ে ৬ বছর জেল খেটেছেন। আপনারা দলটাকে ধবংস করে দেবেন না।
মোনায়েম মুন্না ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ‘৩১ দফা আগামীর স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে যুবদলের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল কবীর পল ছাড়াও বক্তৃতা করেন সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হাসান আল মামুন, ময়মনসিংহ মহানগরের আহবায়ক মোজাম্মেল হক, ময়মনসিংহ উত্তরের সভাপতি সামছুল হক প্রমুখ।
কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না আরও বলেন, আগামীতে বুদ্ধিবৃত্তিক রাজনীতি করতে হবে। তারেক রহমান আগে থেকেই বলে আসছেন, আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন হবে। এটা অনুমান করা যাচ্ছে। আমাদের উচিত গ্রামে গ্রামে পাড়া মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে তাদের মন জয় করা। তারেক রহমানও ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে তারেক রহমানের নির্দেশনা অনুসারে আমরা রাস্তায় ছিলাম। ১১ মাস জেল খেটেছি। এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা এই ত্যাগের কথা অস্বীকার করে। তিনি আন্তরিকতা দিয়ে কাজ করার তাগিদ দিয়ে বলেন, কাজের খোঁজখবর নিয়ে আগামীতে নেতা বানানো হবে। অমুন ভাই জিন্দাবাদ দিয়ে কাজ হবে না। আমাকে এখন পর্যন্ত কেউ চাপ দিয়ে কমিটি আদায় করতে পারেনি।