১৫০ পিস ইয়াবাস গ্রেপ্তার আকরাম হোসেন। -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
ডিবির হাতে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এই মাদক ব্যবসায়ী কুলিয়ারচরের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৬)।
পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ডিবির এসআই নূরে আলম হোসাইনের নেতৃত্বে ১৫ অক্টোবর রোববার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা থেকে আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ১৬ অক্টোবর সোমবার আকরামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।