# মোস্তফা কামাল:-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান তিন মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়াই ইতালিতে অবস্থান করছেন। ইউনিয়নের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। কিন্তু অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি জানেনই না!
ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আলাল মিয়া জানিয়েছেন, চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বর্তমানে ইতালি আছেন। তবে চেয়ারম্যান ছুটি নিয়েছেন কি না, এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানালেন। চেয়ারম্যান কিভাবে ইতালি গেছেন, এ নিয়ে তাঁর সাথে কেউ আলাপও করেননি। ২ নম্বর ইউপি মেম্বার মো. আলী আকবর ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সাদেক সরকারও চেয়ারম্যানের তিন মাস ধরে ইতালিতে অবস্থানের কথা নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হেলাল উদ্দিন। তবে হেলাল উদ্দিনের সাথে কথা বলার জন্য তাঁর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, চেয়ারম্যান আনোয়ার হোসেন খান গত ২ জুলাই ইতালি চলে গেছেন। তিনি ফেসবুকে সক্রিয় রয়েছেন। এলাকার বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে স্ট্যাটাস দেন। এতে মনে হতে পারে তিনি এলাকাতেই আছেন। আসলে তিনি ইতালিতে আছেন। এ কারণে জনগণ অনেক গুরুত্বপূর্ণ কাজে চেয়ারম্যানকে পাচ্ছেন না।
চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের কোন দলীয় পদ না থাকলেও তিনি আওয়ামী লীগ করেন। তিনি আগে থেকেই ইতালি প্রবাসী। ইতালি থেকে এসেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে তখন দলীয় শৃংখলা বজায় রাখা এবং সবাইকে প্রার্থী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে দলীয় প্রতীক দেওয়া হয়নি।
চেয়ারম্যানের তিন মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়া ইতালিতে অবস্থানের বিষয়ে অষ্টগ্রামের ইউএনও মোছা. দিলশাদ জাহানকে দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার পক্ষ থেকে শুক্রবার (১০ সেপ্টেম্বর) মোবাইল ফোনে জানতে চাওয়া হয়েছিল। উত্তরে তিনি জানান, চেয়ারম্যানের ছুটি ছাড়া এতদিন ধরে ইতালিতে থাকার বিষয়টি তিনি জানেন না! কেউ তাঁকে অবহিতও করেননি! এ ব্যাপারে কথা বলার জন্য স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব জেবুন নাহার শাম্মীকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।