# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শাহজাহান নামে এক ব্যবসায়ীর মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ১১ অক্টোবর শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে কুলিয়ারচর পৌরশহরের ২নং ওয়ার্ড নয়াগাঁও বেপারিপাড়া মোড়ে প্রচুর বৃষ্টির মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খোলার আগ মুহুর্তে বৃষ্টি হচ্ছিল এমন সময় খবর পেয়ে দোকানে এসে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। পরে দোকানের সাটার খুলতে গেলে বিদ্যুতের শর্ট লাগে। তাই বিদ্যুতের কাজ করে লোককে ডেকে নিয়ে এসে দেখে দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় এলাকাবাসী এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের চেষ্টায় কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক শাহজাহান (৪৮) জানান, আগুন লাগার কারণ এখনও বুঝতে পারছি না। হয়তো শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমার দোকানে প্রায় ৫/৬ লক্ষ টাকার মালামাল ছিল সব পুড়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছিলাম। কিন্তু স্থানীয় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে আসেননি। আমরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনি। তারা জানান, দোকানে কিছু গ্যাস সিলিন্ডার ছিলো তৎক্ষনাৎ সরানো না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওমর ফারুক
ঘটনাস্থলের খোঁজখবর নিয়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ইলিয়াস ভূইয়া জানান, আগুন লাগার ফোন পেয়েছি সাথে সাথেই জানতে পারলাম আগুন নিয়ন্ত্রণে এসে গেছে আর তথন প্রচুর বৃষ্টিও হচ্ছিল।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।