# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ ১২ অক্টোবর রোববার সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় ৫৮৭০৬ জন শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ১৪৪টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এসব টাইফয়েড টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সঞ্চালনায় টিকাদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা, সহকারী সার্জন ডা. ইয়াসিব হাসিব খান প্রমুখ।