# মোস্তফা কামাল:-
কিশোরগঞ্জের মাহবুব আল হাসান (১৭) এবার নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক কিডস ফাউন্ডেশনের ‘শিশু নোবেল’ খ্যাত পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। পরিবেশ, জলবায়ু, শিশুশিক্ষা, শিশুস্বাস্থ্যসহ শিশুদের অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের এই পুরস্কার দিয়ে থাকে। মাহবুবের মনোনয়নে উদ্বেলিত মাহবুব, মাহবুবের পরিবার, উদ্বেলিত মাহবুবের বিদ্যাপীঠ শহরের হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা পরিবার। এই মাদ্রাসা থেকেই মাহবুব ২০২৪ সালের আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তিনি দাখিল ও আলিম, দু’টি পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন।
শহরতলির শোলাকিয়া এলাকার আব্দুল্লাহ আল হাসানের সন্তান মাহবুব আল হাসান তিন বছর আগে প্রতিষ্ঠা করেছেন ‘দ্য চেইঞ্জ বাংলাদেশ’ নামে একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে অসুস্থ শিশুদের রক্তের জন্য খুলেছেন ‘ব্লাড খুঁজি’ অনলাইন প্লাটফরম। শিশুস্বাস্থ্য ও জলবায়ু বিষয়ে সচেতনতা তৈরি, গাছের চারা ও প্রান্তিক শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ এবং হাওরের অবহেলিত শিশুদের নিয়েও মাহবুব কাজ করছেন। তাঁর এই উদ্যোগ সমাজে ইতিবাচক সাড়াও ফেলেছে।
শিশু নোবেলের জন্য মনোনয়ন পেয়ে মাহবুব আল হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই মনোনয়ন তাঁকে শিশুদের প্রতি, তথা দেশের প্রতি আরও দায়বদ্ধ করলো, কাজের প্রতি আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দিল। তিনি এই স্বীকৃতিকে স্বার্থক করে তোলার জন্য আগামীতে আরও বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে চান। তাঁর বিদ্যাপীঠ হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক তাঁর প্রতিক্রিয়ায় বললেন, মাহবুবের মনোনয়নের খবরটি জেনে গোটা মাদ্রাসা পরিবার আনন্দে উচ্ছ্বসিত। মাহবুবের এরকম বিরল স্বীকৃতি কেবল মাহবুবকে নয়, এই মাদ্রাসাকেও মহিমান্বিত করেছে।
মাহবুব জানান, তাঁর বাবা আব্দুল্লাহ আল হাসান সদর উপজেলার নেহার নান্দলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক। মাহবুব ৫ ভাই-বোনের মধ্যে সবার ছোট। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিষয়ের প্রতি তাঁর আলাদা কোন পছন্দ নেই। তাঁর ইচ্ছা মানুষের সেবা ও শিশুদের জন্য বাকি জীবন কাজ করে যাওয়া।