• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন চিকিৎসার জন্য কিশোরগঞ্জ থেকে আর কোন রোগীকে আর ঢাকায় যেতে হবে না …….. স্বাস্থ্য সচিব ছুটি ছাড়াই চেয়ারম্যান তিন মাস ধরে ইতালিতে, ইউএনও কিছু জানেন না নেদারল্যান্ডসের শিশু নোবেলের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মেধাবী ছাত্র মাহবুব আল হাসান ভৈরবে পচা ডিমে কেক তৈরি ও ভেজাল শিশু খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা কুলিয়ারচরে রুরাল কেজি এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে মুদির দোকানে অগ্নিকাণ্ডে ৬ লক্ষ টাকার ক্ষতি শোক-শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন ভৈরবের প্রবীণ ভাষা সৈনিক জহিরুল হক কটিয়াদীতে দৃষ্টিশক্তি হারিয়ে থেমে গেছে মর্জিনার লেখাপড়া করিমগঞ্জের গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেদারল্যান্ডসের শিশু নোবেলের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মেধাবী ছাত্র মাহবুব আল হাসান

নেদারল্যান্ডসের শিশু নোবেলের
মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের
মেধাবী ছাত্র মাহবুব আল হাসান

# মোস্তফা কামাল:-
কিশোরগঞ্জের মাহবুব আল হাসান (১৭) এবার নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক কিডস ফাউন্ডেশনের ‘শিশু নোবেল’ খ্যাত পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। পরিবেশ, জলবায়ু, শিশুশিক্ষা, শিশুস্বাস্থ্যসহ শিশুদের অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের এই পুরস্কার দিয়ে থাকে। মাহবুবের মনোনয়নে উদ্বেলিত মাহবুব, মাহবুবের পরিবার, উদ্বেলিত মাহবুবের বিদ্যাপীঠ শহরের হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা পরিবার। এই মাদ্রাসা থেকেই মাহবুব ২০২৪ সালের আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তিনি দাখিল ও আলিম, দু’টি পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন।
শহরতলির শোলাকিয়া এলাকার আব্দুল্লাহ আল হাসানের সন্তান মাহবুব আল হাসান তিন বছর আগে প্রতিষ্ঠা করেছেন ‘দ্য চেইঞ্জ বাংলাদেশ’ নামে একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে অসুস্থ শিশুদের রক্তের জন্য খুলেছেন ‘ব্লাড খুঁজি’ অনলাইন প্লাটফরম। শিশুস্বাস্থ্য ও জলবায়ু বিষয়ে সচেতনতা তৈরি, গাছের চারা ও প্রান্তিক শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ এবং হাওরের অবহেলিত শিশুদের নিয়েও মাহবুব কাজ করছেন। তাঁর এই উদ্যোগ সমাজে ইতিবাচক সাড়াও ফেলেছে।
শিশু নোবেলের জন্য মনোনয়ন পেয়ে মাহবুব আল হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই মনোনয়ন তাঁকে শিশুদের প্রতি, তথা দেশের প্রতি আরও দায়বদ্ধ করলো, কাজের প্রতি আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দিল। তিনি এই স্বীকৃতিকে স্বার্থক করে তোলার জন্য আগামীতে আরও বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে চান। তাঁর বিদ্যাপীঠ হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক তাঁর প্রতিক্রিয়ায় বললেন, মাহবুবের মনোনয়নের খবরটি জেনে গোটা মাদ্রাসা পরিবার আনন্দে উচ্ছ্বসিত। মাহবুবের এরকম বিরল স্বীকৃতি কেবল মাহবুবকে নয়, এই মাদ্রাসাকেও মহিমান্বিত করেছে।
মাহবুব জানান, তাঁর বাবা আব্দুল্লাহ আল হাসান সদর উপজেলার নেহার নান্দলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক। মাহবুব ৫ ভাই-বোনের মধ্যে সবার ছোট। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিষয়ের প্রতি তাঁর আলাদা কোন পছন্দ নেই। তাঁর ইচ্ছা মানুষের সেবা ও শিশুদের জন্য বাকি জীবন কাজ করে যাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *