# নিজস্ব প্রতিবেদক :-
সরকারি সফরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান কিশোরগঞ্জে এসে বলেছেন, চিকিৎসার জন্য কিশোরগঞ্জ থেকে আর কোন রোগীকে ঢাকায় যেতে হবে না। এখানেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ১১ অক্টোবর শনিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মিলনায়তনে চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও মেডিক্যাল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, আর কোন রোগীকে ঢাকায় যেতে হবে না। এ ব্যাপারে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য যা করা দরকার, সবাই মিলে তাই করবো। আইসিইউকে উন্নত করা হবে। প্রথমে পাঁচটি বেড স্থাপন করা হবে। পাশাপাশি শিশুদের জন্যও এনআইসিইউ স্থাপন করার চেষ্টা করবো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুর রহমান, ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো.আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম প্রমুখ। স্বাস্থ্য সচিব হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রমও পরিদর্শন করেন।