# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ৫টি হোটেল ও বেকারিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১১ অক্টোবর শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকাসহ পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও জেলা পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরব বিভিন্ন বেকারি, রেস্টুরেন্ট ও বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার আকবরনগরে বাসস্ট্যান্ডে রাজধানী বেকারিকে কেক তৈরিতে পচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা, পৌর শহরের কমলপুর এলাকার ইদ্রিস আলীকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা, একই এলাকায় বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা, পলতাকান্দা এলাকায় মনিমুক্তা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে বাসি মাংস সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ১ লক্ষ টাকা ও বঙ্গবন্ধু সরণি বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ হোটেলকে রান্নাঘরে অস্বাস্থ্যকর খোলা টয়লেট থাকা ও অন্যান্য অপরাধে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ভৈরবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হচ্ছে।
তিনি আরো বলেন, ভেজাল খাদ্যে মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্য উপাদান ও ক্যান্সারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যাচ্ছে। নিরাপদ খাদ্য আইনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার ভৈরবে অভিযান পরিচালনা করে পাঁচ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।