# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবীদের মধ্যে পুরস্কার ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ আক্টোবর বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইফফাত আমান ইলিন (মেরিন অফিসার) সৌজন্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেধা পুরষ্কার, নতুন শিক্ষক বরণ, নৈবিত্তিক ছুটি বিহীন শিক্ষক উপস্থিতি, শাপলা ওয়ার্ড পুরস্কার, জেলা পর্যায়ে চেষ্টা কাব শিশু ও শ্রেষ্ঠ অভিভাবকসহ ১৭৫ শিক্ষর্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
হোসেনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজিব আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ছেলে মেয়েদেরকে শুধু বিদ্যালয়ে পাঠিয়ে বসে থাকবেন না সুশিক্ষিত করতে হলে আপনাদের সন্তানের পেছনে প্রচুর সময় দিতে হবে। মনে রাখবেন ধন সম্পদ উপার্জন রেখে যাওয়ার চেয়ে সন্তানকে সম্পদে পরিণত করতে পারলে উজ্জ্বল ভবিষ্যৎ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সভাপতি ও হোসেনপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, এবিএম চঞ্চল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুজাহিদুর ইসলাম, শফিকুল ইসলাম, আ. রশিদ ফকির, সালমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সনি।