# নিজস্ব প্রতিবেদক :-
প্রতি বছরের ন্যায় ভৈরবের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভৈরব উদয়ন স্কুলের পৌর শহরের আমলাপাড়া শাখায় আয়োজন করেছে “সৃজনশীল সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫”। নামকরণেই বোঝা যাচ্ছে, আয়োজনটির মধ্যে সৃজনশীল কর্মকাণ্ডের প্রয়াস রয়েছে। ঠিক তেমনি একটি সপ্তাহব্যাপি আয়োজনের শুরু হয়েছিল বিগত ২১ অক্টোবর মঙ্গলবার উদ্বোধনী দিনে ছিল ‘৫ম বার্ষিক বিতর্ক উৎসব-২০২৫’। বাংলা এবং ইংরেজি (ইংলিশ ডিবেট), দুটি মাধ্যমে পৃথকভাবে ৪টি বিতর্ক অনুষ্ঠিত হয়। মোট ৮টি দলে ২৪ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিশু সংগঠক শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ভৈরব পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জলি বদন তৈয়বা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ভৈরব বইমেলা পরিষদের সভাপতি মো. সুমন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট সংগঠক, নাট্যকার, লেখক মতিউর রহমান সাগর। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের মাধ্যমিক শাখার ইনচার্জ মো. শাহআলম।
এছাড়াও বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রশাসনিক সমন্বয়কারী মানিক চৌধুরী। বিতর্ক উৎসবে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক ফারহানা বেগম লিপি, রফিকুল ইসলাম মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নিলুফার ইয়াসমিন ও জুনাঈদ বোস্তামি।
২য় দিনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ৪র্থ “বিজ্ঞান মেলা” এবং পরবর্তীতে “বিজ্ঞান ও আইসিটি জ্ঞান প্রতিযোগিতা”। বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও নাট্যকার ঢাকা বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান।
এই পর্বে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন কাজল। বিজ্ঞান মেলায় মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মোট ১৭টি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করা হয়। বিজ্ঞান মেলায় ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখার পাশাপাশি নিউটাউন শাখাও ৩টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।
উদ্বোধনী আলোচনার পর অতিথিবৃন্দ মেলায় ঘুরে বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রজেক্ট সম্পর্কে ধারণা লাভ করেন। উদ্বোধনী পর্বে ভৈরবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভৈরবে স্কুলভিত্তিক এককভাবে ভৈরব উদয়ন স্কুল বিগত ৪ বছর যাবত বিজ্ঞান মেলার আয়োজন করে আসছে। মেলা উদ্বোধনের পর বিরতি নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজ্ঞান ও আইসিটি জ্ঞান প্রতিযোগিতা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আমলাপাড়া শাখার ৯টি দল ও নিউটাউন শাখার ৬টি দলে মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২য় দিনে ২য় পর্বে বিকাল ৩টায় শুরু হয় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মোট ১৫৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে “প্রেজেন্টেশন-ডে” অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা দলীয় এসাইনমেন্ট উপস্থাপন করে। এই পর্বে প্রতিটি শিক্ষার্থী একটি করে পয়েন্ট নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট মাইন্ডসেট ট্রান্সফরমেশন কোচ ও পাবলিক স্পিকার হোসেইন আলী রুবেল। তিনি শিক্ষার্থীর উদ্দেশ্যে “পাবলিক স্পিকিং” বিষয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, ভৈরব উদয়ন স্কুলের পরিচালক মতিউর রহমান সাগর।
সমাপনী দিনে ২৩ অক্টোবর বৃহস্পতিবার ২টি পর্বে অনুষ্ঠিত হয় “৬ষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক দিবস”। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনিুষ্ঠত হয় ভৈরব উদয়ন স্কুলের আমলাপাড়া শাখার প্রাইমারি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ভৈরব পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জলি বদন তৈয়বা, উপজেলা সহকারী-শিক্ষা অফিসার সানজিদা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন কাজল।
গান, নাচ, আবৃত্তি, ছড়া ও সচেতনতামূলক ছোট ছোট নাটিকা উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা উপস্থাপন করেন।
২য় পর্বে বিকাল ৩টায় শুরু হয় মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে শিক্ষার্থীরাও পরিবেশন করেন নাচ, গান, আবৃত্তি। ভৈরব উদয়ন স্কুল শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এবং সহশিক্ষা কার্যক্রম হিসেবে প্রতিবছর “সৃজনশীল সপ্তাহ” আয়োজন করে থাকে।
এই বিষয়ে বিদ্যালয়ের পরিচালক মতিউর রহমান সাগর বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মধ্যেই কোন না কোন প্রতিভা বিদ্যমান আছে। সুযোগ ও পরিবেশ পেলেই তা বিকশিত হতে পারে। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার মঞ্চে শুধুমাত্র নির্বাচিতরাই অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকে। সবাই সুযোগ পায় না। আমরা তাই সম্পূর্ণ আলাদা করে সাংস্কৃতিক দিবসের আয়োজন করে থাকি। এখানে সবাই মঞ্চে উঠবে এবং কোন না কোন পারফরমেন্স করবে। এই আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য। সাংস্কৃতিক পর্বে পর সমাপনী পর্বে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ভৈরব পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জলি বদন তৈয়বা, প্রতিষ্ঠানের পরিচালক মতিউর রহমান সাগর, প্রশাসনিক সমন্বয়কারী নজরুল ইসলাম মানিক, প্রাথমিক শাখার ইনচার্জ নাসরিন সুলতানা ইলমা, মাধ্যমিক শাখার ইনচার্জ শাহআলম। সপ্তাহব্যাপি আয়োজন সকলের কাছে প্রশংসা অর্জন করে।