# মো. নাঈমুজ্জামান নাঈম :-
সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাতেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। ৮ নভেম্বর শনিবার জাগো সহকারী শিক্ষক জাগো—এই স্লোগানকে সামনে রেখে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করে কর্মবিরতিতে অংশ নেন।
কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, চাকরির শুরু থেকেই ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।
শিক্ষকরা অভিযোগ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও আজও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে শিক্ষক সমাজের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
কর্মবিরতি পালন করা শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দায়িত্বশীলভাবে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছি, কিন্তু আমাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন উপেক্ষিত থাকায় বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছি ।
কেন্দ্রীয় কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন, সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। তারা জানান, সরকার যদি দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো মেনে না নেয়, তবে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি ও বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলিয়ারচরের বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেছেন এবং সরকারের প্রতি তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনানুযায়ী এ কর্মবিরতি পালন অব্যাহত থাকবে বলে জানান তিনি।