# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের মানবহিতৈষী আশিকুজ্জামান আশিক পড়ছেন ঢাকার উত্তরার আইইউবিএটি-তে (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এণ্ড টেকনোলজি)। তিনি গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে উত্তরা এবং কিশোরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু নতুন সরকার গঠনের পর তিনি নিজের ক্লাশে ফিরে গেছেন। এখন তিনি যন্ত্র প্রকৌশল বিভাগে ৫ম সেমিস্টারের ছাত্র।
সম্প্রতি আশিকের সাথে তাঁর কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি গ্রামে গিয়ে কথা হয়। আশিক জানান, তিনি কোটা সংস্কার আন্দোলনের টানে রাস্তায় নেমেছিলিন। তিনি উত্তরা এবং কিশোরগঞ্জে নেতৃত্ব দিয়েছেন। একটি নজিরবিহীন গণঅভুত্থানের তিনি সাক্ষী। কিন্তু অন্তর্বর্তীকালীন সরাকার গঠনের পর তাঁর কাজ শেষ। ফিরে গেছেন ক্লাশে। তাঁর মূল কাজ পড়াশোনা করা। তাঁকে বিভিন্ন সংগঠন টানার চেষ্টা করেছে। তিনি যাননি। কোন ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের সাথেই তিনি যুক্ত হননি। এরকম একটি গণঅভুত্থানের সাথে যুক্ত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। কিন্তু কিছু সমন্বয়ক পরিচয়ধারী ব্যক্তির নেতিবাচক কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেছেন আশিক। তিনি বলেন, আন্দোলনে নেতৃত্ব দানকারী সবাই নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত নন। কিন্তু যারা যুক্ত হচ্ছেন, তাদের কারণে সবার বদনাম হচ্ছে। এদেরকে এই পথ থেকে ফিরে আসার আহবান জানিয়েছেন।
আশিক বলেন, পড়াশোনা করা প্রধান কাজ হলেও তিনি নিজের অবহেলিত গ্রামের জন্য কিছু করা দায়িত্ব মনে করেন। তাঁর বাবা মো. আব্দুল কাইয়ুম সরকারী চাকরি করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার। দুই ভাই এক বোনের মধ্যে আশিক সবার বড়। ছোট ভাই এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। বোনটি শহরের সরযূ বালা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। আশিকের গ্রামের শত বছরের রাস্তাটি ছিল কাঁচা। বৃষ্টির মৌসুমে পায়ে হেঁটেও যাওয়া যেত না। গাড়ি চলাচল তো দূরের কথা। রোগি নিয়ে বিপদে পড়তে হতো। পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলাসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের শিমুলিয়া, সগড়া, কাইকদুল, ছইফলা, রশিদাবাদ, মুসলিমপাড়া, রামদিয়াসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।
আশিক স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলামের সাথে দেখা করে সমস্যার কথা বললেন। আমিরুল ইসলাম লোক পাঠিয়ে প্রাক্কলন তৈরি করে রাস্তাটি পিচ ঢালাই করে দিলেন। কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক থেকে পশ্চিম দিকে উলুহাটি গ্রাম পর্যন্ত এক হাজার ৮১০ মিটার রাস্তা এটি। সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম জানান, দুই কোটি ১৯ লাখ ১৩ হাজার টাকার প্রকল্পটি সম্পন্ন করেছে কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান পাল এন্টারপ্রাইজ। তবে আশিক সবসময় উপস্থিত থেকে কাজের মান পর্যবেক্ষণ করেছেন। ভাল মানের কাজ হয়েছে বলে আশিকও সন্তোষ প্রকাশ করেছেন।
শুধু তাই নয়, আশিক এলজিইডির সহায়তায় এলাকার গোরস্তানেরও উন্নয়ন কাজ করাচ্ছেন। গোরস্তানটি ছিল ডোবার মত। পানি জমে থাকতো। পাশেই পুকুর। কবরের লাশ পাশের পুকুরে ভেসে যেত। এখন গোরস্তানে সীমানা প্রাচীরের নির্মাণ কাজ চলছে। এরপর মাটি ভরাট করা হবে। এলাকার মসজিদে টাইলস লাগানো থেকে শুরু করে সংস্কার কাজও এলজিইডির মাধ্যমে করাচ্ছেন আশিক।
শুধু তাই নয়, আশিক অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের কথাও মাথায় রেখেছেন। ফুটপাতে অযত্নে অবহেলায় পড়ে থাকা এসব অবহেলিত মানুষদের কথা বর্ণনা করতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, এরাও সন্তান জন্ম দিয়েছেন। মায়েরা ১০ মাস ১০ দিন গর্ভে সন্তান ধারণ করেছেন। এখন সন্তানরা দেখে না। ফলে এসব অসহায় মানুষদের জন্য তিনি গ্রামে একটি বৃদ্ধাশ্রম দেবেন। তাঁর চাচাত ভাই আব্দুস সালাম জানালেন, তাঁরও এরকম একটি চিন্তা ছিল। আশিকের আগ্রহ দেখে তিনি ৮ শতাংশ জায়গা দান করেছেন। এখন এলাকার লোকজনসহ দানশীল ব্যক্তিদের সহায়তায় একটি বৃদ্ধাশ্রম করতে পারবেন বলে আশাবাদী আশিক ও আব্দুস সালাম। এলাকার ব্যবসায়ী রাজিব মিয়া, দুধ ব্যবসায়ী কামাল মিয়া ও আকরামসহ অনেকেই জানান, এই রাস্তাটি হওয়াতে এলাকাবাসীর অনেক উপকার হয়েছে। এখন এই রাস্তা দিয়ে ভারী যানবাহনও চলাচল করছে। গোরস্তানটিরও উন্নয়ন খুবই প্রয়োজন ছিল। সেটিও হচ্ছে বলে তাঁরা আশিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।